৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫ এর ভেন্যু পরিদর্শন ও বাফেলোবাসীর সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে আগামী ৩০ জুন, সোমবার ফোবানার স্টিয়ারিং কমিটির প্রতিনিধি দল নিউইয়র্কের নায়াগ্রা যাচ্ছে। এ প্রতিনিধি দলে রয়েছেন ফোবানার সাবেক চেয়ারম্যান গিয়াস আহমেদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার, স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, ৩৯তম নায়াগ্রা ফোবানা সম্মেলন ২০২৫ এর মেম্বার সেক্রেটারি মঈনুল হক চৌধুরী হেলাল, স্টিয়ারিং কমিটির মেম্বার ফরহাদ খন্দকার ও স্টিয়ারিং কমিটির মেম্বার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ জরুরী কাজে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করায় প্রতিনিধি দলে যোগ দিতে না পারলেও মতবিনিময়ের সময় ভার্চুয়ালি যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।