মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫ 

ভেন্যু পরিদর্শন ও মতবিনিময়ের জন্য নায়াগ্রা যাচ্ছে ফোবানা প্রতিনিধি দল

নবযুগ রিপোর্ট

আপডেট: ২০:০৩, ২৭ জুন ২০২৫

ভেন্যু পরিদর্শন ও মতবিনিময়ের জন্য  নায়াগ্রা যাচ্ছে ফোবানা প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫ এর ভেন্যু পরিদর্শন ও বাফেলোবাসীর সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে আগামী ৩০ জুন, সোমবার ফোবানার স্টিয়ারিং কমিটির প্রতিনিধি দল নিউইয়র্কের নায়াগ্রা যাচ্ছে। এ প্রতিনিধি দলে রয়েছেন ফোবানার সাবেক চেয়ারম্যান গিয়াস আহমেদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার, স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, ৩৯তম নায়াগ্রা ফোবানা সম্মেলন ২০২৫ এর মেম্বার সেক্রেটারি মঈনুল হক চৌধুরী হেলাল, স্টিয়ারিং কমিটির মেম্বার ফরহাদ খন্দকার ও স্টিয়ারিং কমিটির মেম্বার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ জরুরী কাজে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করায় প্রতিনিধি দলে যোগ দিতে না পারলেও মতবিনিময়ের সময় ভার্চুয়ালি যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।

ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম জানান, ৩০ জুন, সোমবার প্রতিনিধি দল প্রথমে ৩৯তম ফোবানা সম্মেলনের ভেন্যু হোটেল শেরাটন পরিদর্শন করবেন। এর পর প্রতিনিধি দল ২৭৯ গিলফোর্ড স্ট্রিট, বাফেলোতে সন্ধ্যায় স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবন্দ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবন্দ ও সর্বস্তরের বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রতিনিধি দল পরদিন ১ জুলাই, মঙ্গলবার নিউইয়র্ক ফিরে আসবে। 
তিনি আরো জানান, অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এবারের ফোবানা সম্মেলনে নানা চমক দেয়ার জন্য স্টিয়ারিং কমিটি নেতৃবৃন্দ এবং উপকমিটিগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। আর এরই ধারাবাহিকতায় ভেন্যু পরিদর্শনে যাচ্ছে ফোবানা স্টিয়ারিং কমিটির শক্তিশালী প্রতিনিধি দল। 
চলতি বছরের ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা-‘ফোবানা’ এর ৩৯তম সম্মেলন আগামী ২৯-৩১ আগষ্ট লেবার ডে ইউকেন্ডে নায়াগ্রার শেরাটন হোটেলের নান্দনিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী ফোবানার শক্তি’।
ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা) প্রবাসের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সংগঠন। ফোবানা উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বৃহত্তম একটি সংগঠন। এটি মূলত: যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও কানাডা থেকে পরিচালিত বাংলাদেশি সংগঠনগুলোর একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। ১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে প্রথম সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে ফোবানার যাত্রা শুরু হয়। ফোবানার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং এর প্রচার ও প্রসার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নানা ক্ষেত্রে সেতুবন্ধন রচনা করা।
 

শেয়ার করুন: