শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার (৩০ মার্চ) নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদী আরবের ঘোষণার পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না দেখা-কে কেন্দ্র করে নিউইয়র্কের কোন কোন স্থানে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ উপলক্ষ্যে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদ উদযাপনের মূল অনুষ্ঠান ঈদের জামাতে ছিলো সর্বস্তরের নর-নারীর অংশগ্রহন। মেঘলা আবহাওয়া আর ঠান্ডার মধ্যে ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম সপরিবারে বিভিন্ন ঈদের জামাতে অংশ নেন। জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকার টমাস এডিসন হাইস্কুল মাঠে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।

‘স্কুলের সময়টা দিশার  স্বর্গময় মনে হয়’

‘স্কুলের সময়টা দিশার  স্বর্গময় মনে হয়’

পূর্ব প্রকাশের পর স্কুলের সময়টা দিশার স্বর্গময় মনে হয় । দু‘ চারজন যে তাকে বুলিং করেনি তা না কিন্তু টিচাররা তাকে সান্ত¡না দিয়েছে এবং যে করেছে তাকে শুধরে দিয়েছে সঙ্গে সঙ্গে ।কি সুন্দর বিচার বিবেচনা! বাংলাদেশের এক অচিন গেরাম থেকে এসেও সে যেন সবার সমকক্ষ ।কোনো ভাগাভাগি নাই ।না রঙের না ধর্মের না জাতের না নারী-পুরুষে বিভাজন !অন্যদিকে ঘরে তার নরক বাস । এর শেষ কোথায় ?দিশা এখন প্রতিবাদ করতে চায়। ও কলেজ শুরু করেছে ,বারুক কলেজ । যা পড়তে চেয়েছিল বাবার ধাতানিতে পড়তে হচ্ছে অন্য কিছু । পড়তে চেয়েছিল ভাষা সাহিত্য নিয়ে কিন্তু পড়তে হচ্ছে ফাইনেন্স। মূর্খ বাবা নাকি জেনে এসেছে যে,  ইংরেজি পড়ে বেশি টাকা কামাতে পারবেনা ।তাই ওটা বাদ ।টাকার লোভ!

Gias Ahmed