প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপোর্টেশন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আইস বিপুল পরিমাণে বাজেট পাচ্ছে। ইতোমধ্যেই রিপাবলিকানরা বাজেটটি পাস করে দিয়েছে। এর মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সিকে কয়েক বিলিয়ন ডলার প্রদান করার ব্যবস্থা রয়েছে। ফেডারেল অন্য যেকোনো আইনপ্রয়োগকারী সংস্থার চেয়ে তাদেরকেই সবচেয়ে বেশি বাজেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।