রোববার, ০৬ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সফর সংক্ষিপ্ত করছেন মার্কিনীরা

তীব্র তাপপ্রবাহে পুড়ছে এবার ইউরোপ

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ৫ জুলাই ২০২৫

তীব্র তাপপ্রবাহে পুড়ছে এবার ইউরোপ

ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার প্যারিসসহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এছাড়া আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির ‘অরেঞ্জ অ্যালার্ট’।
সোমবার ফ্রান্সের মূল ভূখ-ের ৯৬টির মধ্যে ৮৪টি অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি ছিল। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এটিকে ‘নজিরবিহীন পরিস্থিতি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়াসহ বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর বাইরে তুরস্কে দাবানল দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডাউনটাউন এলাকায় এক লাউঞ্জের বাইরে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। শিকাগো পুলিশ জানায়, শহরের রিভার নর্থ অঞ্চলের শিকাগো অ্যাভিনিউতে চলন্ত একটি গাড়ি থেকে জনতার ওপর এ গুলি চালানো হয়।
 

শেয়ার করুন: