
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডাউনটাউন এলাকায় এক লাউঞ্জের বাইরে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। শিকাগো পুলিশ জানায়, শহরের রিভার নর্থ অঞ্চলের শিকাগো অ্যাভিনিউতে চলন্ত একটি গাড়ি থেকে জনতার ওপর এ গুলি চালানো হয়।
নিহতদের মধ্যে ২ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। আহত ১৮ জনের মধ্যে ১৩ জন নারী এবং ৫ জন পুরুষ। তাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, গুলির পরপরই গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শিকাগো পুলিশ সুপারিনটেনডেন্ট ল্যারি স্নেলিং নাগরিকদের আহ্বান জানিয়েছেন, কারও কাছে ঘটনার কোনো তথ্য থাকলে যেন তা গোপনে জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, জনপ্রিয় র্যাপার মেলো বাকজ তার নতুন অ্যালবামের মুক্তি উপলক্ষে বুধবার রাতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ঘটনার সময় ওই লাউঞ্জের বাইরে ভিড় ছিল বেশি।
সুপারিনটেনডেন্ট স্নেলিং আরও বলেন, তদন্তকারীরা এখনো হামলার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ধরনের গুলির খোসা উদ্ধার করেছে, যা থেকে ধারণা করা হচ্ছে একাধিক হামলাকারী এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। ইতোমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু হয়েছে।
ঘটনার পর আর্টিস লাউঞ্জ কর্তৃপক্ষ জানায়, তারা পুলিশকে তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লাউঞ্জটি বন্ধ রাখা হবে।