
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের প্রেস সেক্রেটারি অভি স্মলকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উত্থাপিত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মলকে ১৬ জুন কাজ থেকে বিরত রাখা হলেও বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হয় গত বুধবার।
হোকুলের কমিউনিকেন্স পরিচালক অ্যান্থনি হোগরেব বলেন, ‘নিউ ইয়র্ক স্টেটের কোনো কর্মীর অসদাচরণ বরদাস্ত করবেন না গভর্নর হোকুল। তিনি শক্তিশালী কর্মস্থল সুরক্ষার ব্যবস্থা করেছেন। তদন্তাধীন বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে কাজ থেকে বিরত রাখা হয়েছে।
তবে তার বিরুদ্ধে অভিযোগের ধরন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়নি।
স্মল ২০২৩ সালের জুলাই থেকে হোকুলের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন। ২০২১ সালে হোকুল প্রথম গভর্নর হওয়ার পর তিনি শুরুতে ডেপুটি প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন।