শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

গোলাপগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ১১:৫৯, ৩১ জুলাই ২০২২

গোলাপগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

গোলাপগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

প্রখর রোদ আর প্রচন্ড গরমকে উপেক্ষা করে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ  সোসাইটির বার্ষিক বনভোজন। বনভোজনে অনুষ্ঠানে বিশেষ কর্মকা-ের মধ্যে ছিলো সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করা। গত রোববার সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা-উচ্ছ্বাসের মধ্যে চলে এস্টোরিয়া রেইনি পার্কের আয়োজন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নুরুউদ্দিন চৌধুরী নয়ন বাংলাদেশ এথলেট ক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী মোহাম্মদ আব্দুর রকিব মন্টু। এছাড়া যুক্তরাজ্য থেকে স্বপরিবারে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুয়েব শিক্ষক কায়সার। অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রের কমিউনিটির প্রিয়মুখ মুক্তিযোদ্ধা ডা. জিয়া উদ্দিন, প্রবীণ প্রবাসী এমাদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক সায়ফুর খান হারুন। মিশিগান অংগরাজ্য থেকে অনুষ্ঠানে যোগ দেন সামসুর রহমান, নিউজার্সি গোলাপগঞ্জ সোসাইটির প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক, ফিলাডেলফিয়া গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি সালাউদ্দিন খান, খান ফলিক, মামুন চৌধুরী,নিউজার্সির প্রবীণ সমাজকর্মী ফয়জুর রহমান ফটিক প্রমুখ। যোগ দেন তারা আহমেদ, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, কলামিস্ট গীতিকার ইশতিয়াক রুপু

সিলেট সদর এলাকার তিনটি সংগঠনের নেতাকর্মী দেওয়ান শাহেদ চৌধুরী, আব্দুল মালিক খান লায়েক, মামুন আহমেদ, রানা ফেরদৌস রনেল গ্রুপের মাহবুব রহমান, অধুনালুপ্ত গোলাপগঞ্জ সমিতির সভাপতি জাতীয় পার্টিও নেতা আব্দুর রহমান, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির উপদেষ্টা ওহিদুর রহমান মুক্তা, ফরহাদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী কামরান, আব্দুল হাসিব মামুন বনভোজন উদযাপন উপকমিটির আহবায়ক সচিব যথাক্রমে ফয়েজ চৌধুরী এনাম উদ্দিন, সভাপতি হেলিম আহমদ, সাবেরা চৌধুরী, মুক্তারুল ইসলাম, রায়হান  চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মুমিত চৌধুরী ওমেল, শেখ আতিকুল ইসলাম, এবাদ চৌধুরী, ফয়সাল আহমেদ, মিছবাহ আহমেদ, সেলিনা  চৌধুরী, রাফাত চৌধুরী, আবুল কালাম, জামাল উদ্দিন, সায়ফুল্লাহ সেবুল, এমরান খন্দকার, মামুনুর রশিদ, রেশাদ চৌধুরী, মোহাম্মদ চৌধুরী সুবু, শাহিদ চৌধুরী প্রমুখ।

খেলাধুলার পর মধ্যাহ্নভোজ নিউইয়র্কের বিখ্যাত পারসন্স বুলেভার্ডের হালাল ডায়নারের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। হালাল ডায়নারের খাবারের প্রশংসা ছিলো সবার মুখে।

স্বর্ণের হার, আই ফোন ১৩সহ আকর্ষণীয় ১০টি রাফেল ড্র পুরষ্কার দাতারা ছিলেন যথাক্রমে বদরুল চৌধুরী, কবির চৌধুরী, সায়ফুর খান হারুন, শামসুন নাহার নিম্মি ( ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার), ফুলকলি  রেন্টুরেন্ট, জান্নাতারা শিউলি, মুন্না- সিলেট মটরস, আব্দুল মুমিত চৌধুরী ওমেল, আশা হোম কেয়ার। বনভোজনে হালাল ডায়নারকে  সংগঠনের পক্ষে আন্তরিক ধন্যবাদ জানান সভাপতি হেলিম আহমদ।

এবাদ  চৌধুরীর পরিচালনায় খেলাধুলা রাফেল ড্র এর পুরষ্কার বিতরণ করা হয়। বনভোজনে যোগ দেয়া  গোলাপগঞ্জবাসীসহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতায় ধন্যবাদ জানিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি হেলিম আহমদ।

শেয়ার করুন: