শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

উৎসাহ উদ্দীপনায় ৯৩ আমেরিকার বনভোজন

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৫ আগস্ট ২০২২

উৎসাহ উদ্দীপনায় ৯৩ আমেরিকার বনভোজন

উৎসাহ উদ্দীপনায় ৯৩ আমেরিকার বনভোজন

৯৩ আমেরিকাগ্রুপর বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। দিন তারা নিজেদের সমবয়সী বন্ধুদের খুঁজে নিয়ে একসাথে আনন্দ-উৎসবে মেতেছিলেন। গল্প-আড্ডায় পার করছেন একটি অনিন্দ্য দিন। যেখানে ছিলো হাসি-তামাশা, গান, গল্প কবিতা।

শনিবার ( আগস্ট) জর্জ আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় সংগঠনটির বার্ষিক বনভোজন।

সাদা সাদা, কালা কালাসম্প্রতি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা হাওয়া সিনেমার গানটির সাথে সুর মিলিয়ে মাতিয়ে তুলেন প্রবাসী বাঙালিরা। এছাড়া শাহ মাহবুব, রোকসানা মির্জা মারিয়ম মারিয়ার কন্ঠে দেশীয় গান জমে তুলে পুরো আয়োজন।

শুধু গান নয়, এই বনভোজনে ছিলো ক্রীড়া প্রতিযোগীতাও।

 

বনভোজনে সার্বিকভাবে সহযোগিতা করেন খলিলুর রহমান, খাইরুল, মাহবুব, মাসুদ সিরাজি, শোয়েব আহমেদ, পুতুল, জাকারিয়া, ইশরাত, অলি, শামিম, শাহাদাত, মাসুম, শহিদুল, সাহেল, আশিক, সুজন, সাদেক রিটন, শাহ্ জুয়েল, শাহ্ মাহবুব, মুন, রোয়ানা, শাহ্ ফরিদ, তপন, সোনিয়া, জসীম, রবিন, শাহিন, প্রীতি, সহিদুল্লাহ, রিয়াদ, মিরানা, আলাউদ্দিন, মহসিন, জয়নাল, জিকো, আরিফ, আলমগীর, কবির সামাদ, তাহুরা, জেমস, তারেক (বাফেলো), বাসার, মারসিয়া, মানিক, বেলাল, আমু, অপু, নীরা, আইয়ুব, রিপন, স্বপন,হামিদ, রাবু বিল্লাহ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে  ৯৩ আমেরিকার আত্মপ্রকাশ ঘটে ২০২০ সালে। এটি মূলত বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীদের ফেসবুকের মাধ্যমে গড়ে উঠা একটি প্লাটফর্ম।

শেয়ার করুন: