
ছবি: সংগৃহীত
গভর্নরের ট্রাফিক সেফটি কমিটি (জিটিএসসি) জানিয়েছে, ১৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত লেবার ডে এডুকেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ক্যাম্পেইনের সময় মাদকাসক্ত হয়ে গাড়ি চালানো, গতিসীমা লঙ্ঘন, বেপরোয়াভাবে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধের জন্য এক লাখ ৩১ হাজার ২৪৫টি টিকিট ইস্যু করা হয়েছে। এদের মধ্যে মদ খেয়ে গাড়ি চালানোর দায়ে ৪,১২৫ জনকে এবং ২৪,৯০৫ জনকে গতিসীমা লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।
এই ক্যাম্পেইন চলাকালে রাজ্য ও স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা মদ পান করে গাড়ি চালানো চালকদের শনাক্ত করা, গ্রেফতার করার ওপর জোর দিয়েছিলেন।
নিউ ইয়র্ক স্টেট পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্টিভেন জি জেমস বলেন, ‘মদ্যপ অবস্থায়, বেপরোয়াভাবে এবং অমনোযোগীভাবে গাড়ি চালানোর ফলে কী মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। অথচ, এগুলো প্রতিরোধযোগ্য। আর এই অভিযানের সময় দেখা গেছে যে লোকজন এখনো মদ্যপ অবস্থায় কিংবা মাদক নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী এসব বেপরোয়া গাড়িচালকদের রাস্তা থেকে সরিয়ে দিতে বদ্ধপরিকর।
কোন অপরাধে কতজনের জন্য টিকিট ইস্যু করা হয়েছে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো :
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো : ৪,১২৫টি।
বিক্ষিপ্তভাবে গাড়ি চালানো : ৫,০১৮টি।
অন্য দিকে সরে যাওয়া : ১,২৮৫টি।
গতিসীমা লঙ্ঘন : ২৪,৯০৫টি।
সিটবেল্ট : ৪,৬৬৩টি।
অন্যান্য লঙ্ঘন : ৯১,২৪৯টি।
মোট : ১৩১,২৪৫টি।