শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সবচেয়ে বেশি দুর্বলতা লেজার ও হসপিটালিটি খাতে 

যুক্তরাষ্ট্রে বেকারভাতার আবেদন  বেড়ে দাঁড়িয়েছে  ২৬৩,০০০

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১২, ১২ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে বেকারভাতার আবেদন  বেড়ে দাঁড়িয়েছে  ২৬৩,০০০

ছবি: সংগৃহীত

মার্কিন অর্থনীতির জন্য বিভীষিকাময় খবর হিসেবে বেকারভাতার আবেদন আত্মপ্রকাশ করেছে। প্রায় চার বছরের মধ্যে গত সপ্তাহেই সর্বোচ্চ সংখ্যক আবেদন পড়েছে বেকারভাতার জন্য।

৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে বেকারভাতার জন্য আবেদনকারী আমেরিকানের সংখ্যা ২৭ হাজার বেড়ে দুই লাখ ৬৩ হাজারে পৌঁছেছে। ২০২১ সালের ২৩ অক্টোবরের পর এটিই সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়ার ঘটনা। এ সময় দুই লাখ ৩১ হাজার আবেদন জমা পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। অর্থাৎ পূর্বাভাসের চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়েছে।
বেশির ভাগ বিশ্লেষক যখন ইন্টারেস্ট রেট কমার আভাস দিচ্ছিলেন, তখন এই খবরটি প্রকাশিত হলো। উল্লেখ্য, ফেড চেয়ার জেরোমি পাওয়েল তিন সপ্তাহ আগে সেন্ট্রাল ব্যাংকারদের এক সম্মেলনে এই আভাস দিয়েছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফেড কর্মকর্তারা মুদ্রাস্ফীতির চেয়ে অবনতিশীল শ্রমবাজার নিয়ে অনেক বেশি উদ্বেগ প্রকাশ করেছেন। আর রেট কমানো হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা হতে পারে, চাকরির বাজারেও সুদিন ফিরতে পারে। তবে এর ফলে মুদ্রাস্ফীতির হার ফেডের টার্গেট করা ২ শতাংশের চেয়ে বেশি হয়ে যেতে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন।
চলতি সপ্তাহের শুরুর দিতে ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিক্স মার্চে শেষ হওয়া ১২ মাসের চাকরি বৃদ্ধির হিসাবে বড় ধরনের একটি প্রাথমিক সংশোধনী করেছে। আর এতে প্রমাণিত হয় যে আগে যেমনটি ধারণা করা হচ্ছিল, চাকরির বাজার ততটা শক্তিশালী নয়।
বিএলএসের সংশোধিত পরিসংখ্যানে দেখা যায় যে মার্কিন চাকরিদাতারা ২০২৫ সালের মার্চে সমাপ্ত বছরে যতগুলো চাকরি দিয়েছে বলে বলা হয়েছিল, প্রকৃতপক্ষে তার চেয়ে ৯১১,০০০টি চাকরি কম দিয়েছে। সবচেয়ে বেশি দুর্বলতা দেখা গেছে লেজার ও হসপিটালিটি খাতে। পরিসংখ্যানে আরো দেখা যায় যে গত এপ্রিলে অংশীদারদের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন বাণিজ্য শুল্ক আরোপের আগে থেকেই চাকরির বাজারে মন্দা দেখা গিয়েছিল।
 

শেয়ার করুন: