শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘স্বেচ্ছাচারি ও খামখেয়ালি’ আচরণ

আইএসকে বিরত করলেন  ফেডারেল বিচারক

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৩, ২৮ নভেম্বর ২০২৫

আইএসকে বিরত করলেন  ফেডারেল বিচারক

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিচারক নির্দেশ দিয়েছেন যে আমেরিকার অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস) অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট (আইসিই)-এর সাথে নির্দিষ্ট করদাতাদের ব্যক্তিগত তথ্য, বিশেষত তাদের বাড়ির ঠিকানা, ভাগ করে নিতে পারবে না। এ সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের গণ-নির্বাসন প্রচেষ্টার উপর একটি বড় আঘাত।

একজন ফেডারেল বিচারক রায় দিয়েছেন যে আইআরএস অস্থায়ীভাবে সেই সকল করদাতার বাড়ির ঠিকানা আইসিই-কে দিতে পারবে না, যাদের নথিপত্রহীন অভিবাসী বলে সন্দেহ করা হয়।
ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে গণ-নির্বাসন প্রক্রিয়াকে দ্রুত করতে আইআরএস এবং আইসিই-এর মধ্যে এই তথ্য ভাগাভাগির বিতর্কিত ব্যবস্থা চালু করা হয়েছিল।
ডিসি ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক কলিন কলার-কোটেলি তার ৯৪ পৃষ্ঠার রায়ে উল্লেখ করেছেন যে, করদাতার তথ্যের গোপনীয়তা সংক্রান্ত কঠোর আইনি মানদন্ড আইআরএস লঙ্ঘন করেছে। তিনি বলেছেন যে এ কর্মসূচিটি সেই নথিপত্রহীন করদাতাদের ঝুঁকিতে ফেলেছে, যাদের দীর্ঘকাল ধরে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিরল পরিস্থিতি ছাড়া তাদের তথ্য গোপন রাখা হবে।
বিচারক রায় দেন যে আইআরএস এই তথ্য প্রকাশে বিধিবদ্ধ প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং নীতি কার্যকর করার ক্ষেত্রে ‘স্বেচ্ছাচারি ও খামখেয়ালি’  আচরণ করেছে।
ইতিবাচক প্রভাব: অভিবাসী অধিকার সংস্থা এবং আইনজীবীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এটি সংবেদনশীল করদাতার তথ্য রক্ষা করে এমন ফেডারেল গোপনীয়তা আইনকে শক্তিশালী করেছে এবং সরকারের ক্ষমতার অপব্যবহার রোধ করবে।
লাখ লাখ নথিপত্রহীন অভিবাসী প্রতি বছর কর পরিশোধ করেন এই আশ্বাসে যে তাদের ব্যক্তিগত তথ্য অভিবাসন প্রয়োগের জন্য ব্যবহার করা হবে না। আদালতের নথি অনুযায়ী, প্রশাসন লাখ লাখ করদাতার তথ্য চেয়েছিল, যদিও আইআরএস ইতিমধ্যে প্রায় ৪৭ হাজার সম্ভাব্য নথিপত্রহীন করদাতার তথ্য আইসিই-কে সরবরাহ করেছিল।
 

শেয়ার করুন: