শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘কেউ আসতে চাইছে না’

ভয়াবহ সংকটের মুখে  মার্কিন স্বাস্থ্য খাত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৪, ২৮ নভেম্বর ২০২৫

ভয়াবহ সংকটের মুখে  মার্কিন স্বাস্থ্য খাত

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক অভিবাসন ও স্বাস্থ্য নীতির কারণে যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত চিকিৎসকদের জন্য কাজ করা ক্রমশ কঠিন ও কম আকর্ষণীয় হয়ে উঠছে। এর ফলে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার কর্মী সংকট আরো বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা অনেকাংশে বিদেশি চিকিৎসকদের উপর নির্ভরশীল।

যুক্তরাষ্ট্রে মোট চিকিৎসকের প্রায় এক-চতুর্থাংশ (সংখ্যায় যা প্রায় সোয়া তিন লাখ ডাক্তার) দেশের বাইরে জন্মগ্রহণ করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন। দেশের স্বাস্থ্যসেবা ঘাটতি মেটানোর জন্য এই অভিবাসী ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশাসন অত্যন্ত প্রশিক্ষিত পেশাদারদের জন্য প্রযোজ্য এইচ-১বি ভিসার ফি প্রায় ৩০ গুণ বাড়িয়ে এক লাখ ডলারে উন্নীত করেছে। এই সিদ্ধান্ত বিদেশি চিকিৎসকদের আমেরিকায় কাজ করার আগ্রহকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
গবেষণায় দেখা গেছে, অভিবাসী চিকিৎসকরা ঐতিহাসিকভাবে গ্রামীণ অঞ্চল এবং স্বাস্থ্যসেবা কর্মী সংকটযুক্ত এলাকাগুলোতে পরিষেবা দিয়ে থাকেন। উচ্চ দারিদ্র্যপীড়িত কাউন্টিগুলোতে এইচ-১বি ভিসা নিয়ে কর্মরত চিকিৎসকের সংখ্যা স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি। আন্তর্জাতিক নিয়োগ সীমিত হলে এই অঞ্চলগুলোতেই চিকিৎসার অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের (এএমএ) মতো সংস্থাগুলো প্রশাসনকে অনুরোধ করেছে যেন চিকিৎসকদের এই নতুন এইচ-১বি ফি থেকে অব্যাহতি দেওয়া হয়। জানা যায়, এই ব্যাপক বিরোধিতার ফলে প্রেসিডেন্টের অবস্থানে কিছুটা নমনীয়তা এসেছে।
 

শেয়ার করুন: