শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কংগ্রেশনাল বাজেট অফিস-সিবিও’র তথ্য 

ট্রাম্পের ডিপোর্টেশনে  জনসংখ্যা কমার শঙ্কা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৫

ট্রাম্পের ডিপোর্টেশনে  জনসংখ্যা কমার শঙ্কা

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণ ডিপোর্টেশন এবং ইমিগ্রেশন প্রশ্নে অন্যান্য কঠোর পদক্ষেপ গ্রহণের ফলে আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় তিন লাখ ২০ হাজার লোক অপসারিত হবে। একইসাথে আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রে তার চেয়ে ধীর গতিতে জনসংখ্যা বাড়বে। কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) এই তথ্য জানিয়েছে।

কংগ্রেসে পাস ও হওয়া এবং জুলাইয়ে সই হওয়া ট্রাম্পের ট্যাক্স অ্যান্ড স্পেন্ডিং আইনে আগামী চার বছরে মাস ডিপোর্টেশন অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য প্রায় ১৫০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার এই পরিকল্পনার মধ্যে দক্ষিণ সীমান্তে প্রাচীর নির্মাণ, ডিটেনশন সেন্টার নির্মাণ, হাজার হাজার আইনপ্রয়োগকারী কর্মী নিয়োগও রয়েছে। সিবিও জানিয়েছে, এসব পদক্ষেপের ফলে দুই লাখ ৯০ হাজার অভিবাসীকে অপসারণ করা যাবে এবং অতিরিক্ত ৩০ হাজার লোক স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করবে।
একদিকে জন্মহার কম এবং অন্য দিকে অভিবাসী হ্রাস পাওয়ার ফলে ২০৩৫ সালে যুক্তরাষ্ট্রে যত লোক হওয়ার কথা ছিল, তার চেয়ে ৪৫ লাখ লোক কম হবে বলে সিবিও জানিয়েছে। তারা বলেছে, তাদের জনসংখ্যার পূর্বাভাসটি ‘অত্যন্ত অনিশ্চিত’ তবে ধারণা করা হচ্ছে যে ২০৫৫ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হবে ৩৬৭ মিলিয়ন।
আর যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কমে গেলে দেশটির অর্থনীতি এবং সরকারি বাজেটে এর নেতিবাচক প্রভাব পড়বে। এসব সমস্যার কোনো সমাধান প্রতিবেদনে দেওয়া হয়নি। তবে আরো উল্লেখ করা হয়েছে যে ওই সময় ২৫ থেকে ৫৪ বছর বয়সী লোকের সংখ্যা আরো কমবে। আর এই বয়সের লোকরাই কর্মী হিসেবে অংশ নিয়ে থাকে। অর্থাৎ অভিবাসীর সংখ্যা কমলে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে একটি ‘বেবি বুম’ দেখতে চান। তার প্রশাসন আমেরিকানদের আরো বেশি বেশি সন্তান নিতে উৎসাহিত করতে আগ্রহী। তবে এমন কোনো আলামত সিবিও দেখতে পাচ্ছে না।
বরং তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০৩১ সাল নাগাদ জন্মের চেয়ে মৃত্যু হবে বেশি। আগে এমনটি আরো দুই বছর পর ঘটবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।’
 

শেয়ার করুন: