শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মেয়রের ভেটো  বাতিল করে দিলেন  কাউন্সিল সদস্যরা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:১১, ১২ সেপ্টেম্বর ২০২৫

মেয়রের ভেটো  বাতিল করে দিলেন  কাউন্সিল সদস্যরা

ছবি: সংগৃহীত

বিতর্কিত গ্রোসারি বিলের ওপর মেয়র এরিক অ্যাডামসের ভেটো বাতিল করে দিয়েছেন নিউইয়র্ক সিটির কাউন্সিল সদস্যরা। ওই জোড়া বিলে চালকদের আরো বেশি অর্থ দিতে ডেলিভারি কোম্পানিগুলোকে বাধ্য করার ব্যবস্থা রয়েছে। তবে সমালোচকেরা বলছেন, চালকদের বেশি অর্থ দিতে হলে সুপারমার্কেটের ব্যয় অনেক বেড়ে যাবে।

কাউন্সিল সদস্য স্যান্ডি নার্সের স্পন্সরের বিলটির পক্ষে কাউন্সিল সদস্যরা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভোট দেয়। এই বিলে থার্ড পার্টিকে মুদিখানা সরবরাহ সেবাগুলোকে ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগ নির্ধারিত ন্যূনতম মজুরি হারে তাদের ডেলিভারি কর্মীদের পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে।
নার্স বলেন, ‘আজ আমরা দারিদ্র বেতনের প্রস্তাব এবং এক মেয়রের বিরুদ্ধে না বলেছি, যিনি তার কর্মজীবী লোকজনকে পরিত্যাগ করেছেন।’
প্রগ্রেসিভরা বলছেন, নতুন আইনের ফলে ডেলিভারি চালকদের বেতন ঘণ্টায় ২১ ডলারের বেশি বাড়বে।
তিনি বলেন, ‘যখন আপনি অ্যাপের মাধ্যমে গ্রোসারিতে ক্রয়াদেশ দেন, তখন তারা মুহূর্তের মধ্যে আপনার রজায় এসে হাজির হয় না। প্রতিটি ডেলিভারির পেছনে থাকে এক শ্রমিকের বেঁচে থাকা এবং তার টেবিলে খাবারের ব্যবস্থা করার সংগ্রাম। নিউইয়র্ক কাউন্সিল বিল ১১৩৫-এ ডেলিভারি শ্রমিকরে ন্যূনতম বেতনের নিশ্চয়তা দেওয়া হয়েছে।’
কাউন্সিল সদস্য জেনিফার গুটিরেজ বলেন, যে মেয়র নিজেকে নিউইয়র্কের শ্রমজীবী শ্রেণীর পক্ষের লোক হিসেবে দাবি করেন, তার ভেটো প্রান করা কেবল হতাশাজনকই নয়, একইসাথে তা মুখে চড় দেওয়ার মতো বিষয়।
তিনি বলেন, এসব বিল ডেলিভারি শ্রমিকদের সুরক্ষার জন্য করা হয়েছে।
 

শেয়ার করুন: