মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অপরাধ স্বীকার শিক্ষিকার 

২ কিশোর ছাত্রের  সাথে বিকৃত  সম্পর্ক

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:১২, ৫ সেপ্টেম্বর ২০২৫

২ কিশোর ছাত্রের  সাথে বিকৃত  সম্পর্ক

ছবি: সংগৃহীত

নিউজার্সির এক শিক্ষিকা ২০১৭ সাল থেকে তার দুই কিশোর ছাত্রকে যৌন নির্যাতন এবং তাদের সাথে বিকৃত সম্পর্ক চালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।ওয়াল টাউনশিপ হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা জুলি রিজিটেলো, ৩৭, গত সপ্তাহে যৌন হামলার দুটি মামলায় অপরাধী সাব্যস্ত হয়েছেন বলে মনমাউথ কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে।

প্রসিকিউটররা জানিয়েছেন, তারা ১০ বছরের কারাদ- এবং বাধ্যতামূলকভাবে যৌন অপরাধী হিসেবে নিবন্ধনের সাজা চাইবেন। উল্লেখ্য, তদন্তকারীরা দেখেছেন, এই নারী তিনটি গার্ডেন স্টেট টাউনশিপে ছাত্রদের সাথে বাজে আচরণ করেছেন।
তিনি যাতে আর কখনো সরকারি কোনো পদে যোগদান না করতে পারেন, সেই রায়ও চাইবেন প্রসিকিউটররা।
ওয়াল টাউনশিপ পুলিশ প্রধান সিন ও’হ্যালোরান কোস্ট স্টারকে বলেন, ‘এই সাবেক শিক্ষিকা কেবল হামলার শিকারদের সাথেই নয়, বরং সেইসাথে পুরো স্কুল কমিউনিটির সাথেই বিশ্বাসঘাতকতা এবং আস্থা নষ্ট করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই নারী কিশোর ছাত্রদের কাছে ন্যুড ছবি পাঠাতেন, তাদের সাথে যৌন বার্তা বিনিময় করতেন।
প্রসিকিউটররা জানিয়েছেন, যৌন নির্যাতন ২০১৭ সাল থেকে হচ্ছিল।
তাকে গ্রেফতার করার আগে তিনি পদত্যাগ করেছিলেন। স্কুল প্রফাইল পেইজ থেকে বর্তমানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
ওই শিক্ষিকাকে আগামী বচরের ৯ জানুয়ারি শাস্তি প্রদান করা হবে।
 

শেয়ার করুন: