
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটি নির্বাচনে স্যোসালিস্ট জোহরান মামদানিকে হারানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জোট বাঁধতে পারেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। এই সমীকরণের অংশ হিসেবে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোকে সুবিধা দিতে অ্যাডামস নির্বাচন থেকে সরে গিয়ে ট্রাম্প প্রশাসনের অধীনে ট্রাম্প প্রশাসনের কোনো পদে (সম্ভবত রাষ্ট্রদূত) যোগ দেবেন বলে গুঞ্জন রটেছে।
আগামী নভেম্বরের নির্বাচনে জনমত জরিপে প্রথম স্থানে আছেন মামদানি। আর অ্যাডামস আছেন চতুর্থ স্থানে। দ্বিতীয় স্থানে আছেন কোমো। এখন অ্যাডামস সরে গেলে তার ভোট কোমোর ঝুলিতে যেতে পারে। সেক্ষেত্রে মামদানিকে কঠিন চ্যালেঞ্জ জানানো সম্ভব হবে।
ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘আমার মনে হচ্ছে, অ্যাডামস তার পছন্দ অনুযায়ী একটি পদ বের করতে পারবেন।’
হোয়াইট হাউসের সাথে ঘনিষ্ঠ অপর একটি সূত্র জানায়, ‘আমি শুনেছি, অ্যাডামস টিমও তা চায়।’
মেয়রের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তারা ফেডারেল গোল্ডেন প্যারাশুটটি নিতে চাপ দিচ্ছেন। তবে অ্যাডামস মনে হয়, এখনো পুরোপুরি তা গ্রহণ করেননি।
অ্যাডামস বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার কাজ আছে। আমি পুনঃনির্বাচনে লড়াই করছি। আমি আবারো নির্বাচিত হতে চাই।’
এ ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
নানা কেলেঙ্কারিতে জর্জরিত অ্যাডামস স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচনে মামদানির উত্থান অবাক করা। তিনি কোমোকে পেছনে ফেলে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। কোমোও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। অপর প্রার্থী হলেন রিপাবলিকান পার্টির কারটিস স্লিওয়া। ট্রাম্প তাকেও সরিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কোমোর সাথে মুখোমুখি লড়াই হবে মামদানির।
উল্লেখ্য, ট্রাম্প সরাসরি জানিয়েছেন, তিনি মামদানিকে মেয়র হিসেবে দেখতে চান না।