
ছবি: সংগৃহীত
চলতি গ্রীষ্মে বা সামারে কি আপনি বারবার সাবওয়ে দেরির শিকার হয়ে মহাবিরক্ত! মনে রাখবেন, আপনি একা এমন অবস্থায় পড়েননি। ২০১৮ সালের পর এবার সাবওয়ে সিস্টেম সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। জুন ও জুলাই মাসে সিস্টেমটি ১৩৮ বার বড় ধরনের ঝামেলায় পড়েছে।
কমিউটার জ্যাসন ক্রিগসফেলফ বলেন, ‘গত বুধবার এখানে আমি এন-এর জন্য এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেছিলাম। বেশ ঝামেলা হয়েছিল।’
আরোহী আন্দ্রে ফ্যাবেল বলেন, ‘আমি বেশ কয়েকবার আন্ডারগ্রাউন্ডে আটকে ছিলাম। প্রতিবার ১৫ থেকে ২০ মিনিট করে। চলতি গ্রীষ্মটা খুবই খারাপ যাচ্ছে।’
এমটিএ জানিয়েছে, কোনো কোনো সময় ৫০ বা এর চেয়ে বেশি ট্রেন দেরি হওয়ার কথা জানিয়েছে। কখনো ট্র্যাকে আগুন লাগা কিংবা সুইচে গোলযোগ, কখনো সিগন্যাল ফেল করা কিংবা চরম আবহাওয়াগত সমস্যার কারণে এসব হচ্ছে।
এমটিএ যখন আগামী বছর ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে, তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হলো। তারা সাবওয়ে ও বাসের বেস ভাড়া ২.৯০ ডলার থেকে ৩ ডলার করার প্রস্তাব দিয়েছে।
আর বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে পুরনো অবকাঠামো এবং যন্ত্রপাতি খারাপ হওয়ার কারণে। এমটিএ জানিয়েছে, তারা এগুলো ঠিক করার কাজ করছে।