
ছবি: সংগৃহীত
গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্কের দুটি গুরুত্বপূর্ণ পুনর্জীবন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে ২০০ মিলিয়ন ডলারের তহবিলের কথা ঘোষণা করেছেন। ডাউনটাউন রিভাইটালাইজেমন ইনিশিয়েটিভের রাউন্ড ৯ এবং এনওয়াই ফরোয়ার্ড কর্মসূচির রাউন্ড ৪-এর জন্য ১০০ মিলিয়ন ডলার করে বরাদ্দ করা হয়েছে। দুটি কর্মসূচি মিলে রাজ্যের প্রতিটি অঞ্চলজুড়ে ১৫১টি কমিউনিটির জন্য ১.২ বিলিয়ন ডলার দেওয়া হলো।
এখন রাজ্যের কনসোলিডেটেড ফান্ডিং অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদন করার শেষ সময় হচ্ছে ২০২৫ সালের ৭ নভেম্বর বিকেল ৪টা। আর নিউইয়র্ক সিটি কমিউনিটিগুলোর জন্য শেষ সময়সীমা হচ্ছে ৩১ অক্টোবর।
গভর্নর হোকুল বলেন, ‘ব্যস্ত সিটি সেন্টার থেকে শুরু করে ছোট্ট গ্রাম পর্যন্ত প্রতিটি কমিউনিটির বিকশিত হওয়ার প্রয়োজন ও অধিকার রয়েছে।’
তিনি বলেন, ডাউনটাউন রিভাইটালাইজেমন ইনিশিয়েটিভ এবং এনওয়াই ফরোয়ার্ড কর্মসূচির মাধ্যমে আমরা কেবলমাত্র আমাদের স্থানীয় অর্থনীতিকেই চাঙ্গা করতে চাচ্ছি না, সেইসাথে প্রাণবন্ত প্রজন্মগুলোকে বেঁচে থাকতে, কাজ করতে ও খেলাধুলা করতেও চাচ্ছি।
এম্পায়ার স্টেট ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট, সিইও এবং কমিশনার হোপ নাইট বলেন, রাজ্যজুড়ে নগরী ও শহরকেন্দ্রগুলোকে নতুন করে উদ্দীপ্ত করার জন্য গভর্নর হোকুল যেসব কর্মসূচি গ্রহণ করেছেন, এ দুটি প্রকল্প তারই অংশবিশেষ।
নিউইয়র্ক স্টেট এনার্জি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থোরিটির প্রেসিডেন্ট ও সিইও ডোরিন এম হ্যারিস বলেন, এই প্রকল্পের ফলে কমিউনিটিগুলোর কাছে পুরনো ভবনগুলোকে আধুনিকে, জ্বালানি সাশ্রয়ী, আরামদায়ক বাড়িতে রূপান্ততির করার কাজটি করা সহজ হবে।