
ছবি: সংগৃহীত
গত জুলাই ও আগস্টে সাবওয়েতে ভয়াবহ অপরাধ কমেছে বলে দাবি করেছেন গভর্নর ক্যাথি হোকুল। তিনি বলেন, ‘এই গ্রীষ্মটি ছিল অন্তত ১৫ বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ। অনন্য। সবচেয়ে নিরাপদ জুলাই। আর এখন আমি আনুষ্ঠানিকভাবে বলছি যে আগস্ট মাসটিও ছিল সবচেয়ে নিরাপদ।’
গভর্নর বলেন, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সার্বিক ট্রানজিট অপরাধ ২০২৪ সালের তুলনায় প্রায় ১০ ভাগ কমেছে। গত বছরের তুলনায় হামলা কমেছে ২১ শতাংশ।
গভর্নর এজন্য প্লাটফর্ম ব্যারিয়ার, এলইডি লাইটিং, মানসিকভাবে অসুস্থদের সরিয়ে নিতে ১০ স্কাউট দলের কর্মতৎপরতা, ক্যামেরা, পুলিশের উপস্থিতি বাড়া ইত্যাদি কারণকে কৃতিত্ব দিয়েছেন।
গভর্নর বলেন, এসব ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমরা রাতের বেলায় পুলিশি টহল অব্যাহত রাখতে যাচ্ছি। গত জানুয়ারিতে আমরা এই ব্যবস্থা চালু করার সময় বলেছিলাম যে এটি একেবারেই সাময়িক পদক্ষেপ। নিউইয়র্কবাসী আমাকে বলেছে যে তারা যখন পুলিশের উপস্থিতি দেখে, তখন নিরাপদবোধ করে। ফলে আমরা আগামীতেও পুলিশের উপস্থিতি বহাল রাখব। এ জন্য ৭৭ মিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ অব্যাহত রাখা হবে।’
তিনি আরো বলেন, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপস্থিতি বহাল থাকবে। তিনি বলেন, তাদের উপস্থিতি পরিস্থিতি বদলে দিয়েছে।
তিনি বলেন, ‘আমরা মানসিকভাবে অসুস্থ আরো বেশি লোককে ঘরের ভেতরে আনতে চাচ্ছি। আমরা রাইডারদের সাথে কথা বলছি। লোকজন বলছে, ইতোমধ্যেই মানসিকভাবে অসুস্থ লোকের উপস্থিতি করে গেছে।’