শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিশ্বকাপ ২০২৬ 

টিকিটের দামে ডিসকাউন্ট  পাবেন নিউইয়র্কাররা! 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

টিকিটের দামে ডিসকাউন্ট  পাবেন নিউইয়র্কাররা! 

ছবি: সংগৃহীত

গোল দিতে চান জোহরান মামদানি। চমক লাগানো গোল করেই তিনি এখন নিউইয়র্ক সিটির মেয়রপ্রত্যাশী। এবার তিনি আরেকটি গোল দিতে চাচ্ছেন। সেটা হলো ২০২৬ বিশ্বকাপে শ্রমজীবী শ্রেণির ফুটবল ফ্যানদের জন্য সরাসরি খেলার দেখার সুযোগ দেওয়া। তিনি বিশ্বকাপ টিকিট নিয়ে ফিফার ডাইনামিক প্রাইসিং বাতিল করে ওই টিকিট আবার বিক্রি এবং ডিসকাউন্টে স্থানীয় অধিবাসীদের জন্য ১৫ শতাংশ সংরক্ষণ করার দাবি জানিয়েছেন।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অনেক দিন ধরেই ফিফা বিশ্বকাপকে মুনাফা করার একটি সুযোগ হিসেবে দেখছে। এটি যাদের জন্য বিশ্বাকাপ বিশেষ ঘটনা, তাদের জন্য সুযোগ বাড়ানোর বিরুদ্ধে করা একটি নীতি।’

তিনি বলেন, ‘আমার প্রতিশ্রুতি হলো বিশ্বকাপকে জনগণের খেলায় পরিণত করা।’
তিনি বলেন, তিনি চান যে ভোটাররা জানুক যে তিনি বিশ্বকাপ টিকিট আরো সাশ্রয়ী করার জন্য ফিফাকে বলছেন।
শ্রমজীবী শ্রেণির কাছে বিশ্বকাপকে নিয়ে আসার জন্য তিনি ‘গেম ওভার গ্রিড’ নামের একটি কর্মসূচি চালু করেছেন। ইতোমধ্যেই এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে হাজার হাজার লোক সই করেছে।
এই ডেমোক্র্যাটিক সোস্যালিস্ট অবশ্য বিনামূল্যে শিশু পরিচর্যা, বিনামূল্যে বাস ভ্রমণ এবং বাড়ি ভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতির কথাও নতুন করে মনে করিয়ে দিতে ভোলেননি।
মামদানি বলেন, ‘এটি হলো এই নগরীর বড় সংকট নিরসনের অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন ফুটবল কিংবা বাড়ি ভাড়া নিয়ে কথা বলি, তা আসলে করপোরেশনগুলোর মুনাফার বিরুদ্ধে কর্মজীবী শ্রেণির লোকদের স্বার্থকে তুলে ধরি।’
ফিফা যখন তাদের ভিসা বিশ্বকাপ প্রিসেল টিকিটের জন্য নিবন্ধন চালু করার কথা জানাল, তখনই মামদানি তার অবস্থান প্রকাশ করলেন।
উল্লেখ্য, প্রাইসিং মডেলে টিকিটের দাম চাহিদার আলোকে ওঠা-নামা করে। অনেকে আশঙ্কা করছেন, এবার প্রাইম সিটের প্রতিটি টিকিটের দাম ৬,৭০০ ডলার পর্যন্ত হতে পারে। এটি ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালের টিকিটের চেয়ে চারগুণ বেশি।
মামদানি মুনাফার বদলে সাধারণ মানুষদের অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছেন।
 

শেয়ার করুন: