শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২৭ লাখ শিক্ষার্থীর জন্য ফ্রি মিলের ব্যবস্থা থাকবে 

নিউইয়র্কের ৮০ লাখ মানুষ   পাচ্ছে ৪০০ ডলার করে 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৬, ৯ মে ২০২৫

নিউইয়র্কের ৮০ লাখ মানুষ   পাচ্ছে ৪০০ ডলার করে 

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের বাসিন্দাদের জন্য সুখবর দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। এক পরিকল্পনায় তিনি বিশাল অঙ্কের প্রণোদনার ঘোষণা দিয়েছেন। প্রায় ৮০ লাখ নিউইয়র্কার এ প্রণোদনার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে। মূল্যস্ফীতি রিফান্ডের এ চেকে অন্তত ৪০০ ডলার পর্যন্ত পাওয়া যাবে। আর এর আওতায় ২৭ লাখ শিক্ষার্থীর জন্য ফ্রি মিল এবং ৮৩ লাখ মানুষকে ট্যাক্স রিলিফের কথা বলা হয়েছে।  

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, জয়েন্ট ট্যাক্স পেয়ার (যাদের বার্ষিক আয় ১৫০,০০০ বা তার কম) তারা পাবেন ৪০০ ডলারের চেক। জয়েন্ট ট্যাক্স পেয়ার, যাদের আয় ১৫০,০০০-৩০০,০০০ এর মধ্যে তারা পাবেন ৩০০ ডলারের চেক। সিঙ্গেল ট্যাক্স পেয়ার যাদের আয় ৭৫,০০০ বা কম তারা পাবেন ২০০ ডলারের চেক। সিঙ্গেল ট্যাক্স পেয়ার, যার আয় ৭৫,০০০ থেকে ১৫০,০০০ এর মধ্যে তিনি ১৫০ ডলারের চেক পাবেন। 
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রাজ্যের ২০২৬ অর্থবছরের বাজেটের অংশ হিসেবে ‘প্রথমবারের মতো’ ৮ মিলিয়নের বেশি বাসিন্দাকে মূল্যস্ফীতি রিফান্ড চেক প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছেন। এ পরিকল্পনার আওতায় প্রায় ২ বিলিয়ন ডলার সরাসরি নিউইয়র্কবাসীর হাতে তুলে দেওয়া হবে।
গভর্নরের কার্যালয় জানায়, মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে, যার চাপ পড়েছে সাধারণ মানুষের আয়ে। তবে একইসঙ্গে রাজ্যের সেলস ট্যাক্স আদায়ও বেড়েছে। গভর্নর হোকুল বলেন, এই অর্থ রাজ্যের পরিশ্রমী পরিবারগুলোর প্রাপ্য এবং তা তাদের ফেরত দেওয়াই উচিত।
তিনি আরো বলেন, জীবনযাত্রার খরচ এখনও অনেক বেশি। আমি কথা দিয়েছিলাম নিউয়র্কারদের পকেটে আরও অর্থ পৌঁছে দেয়ার আর আমরা তা বাস্তবায়ন করেছি।
চেক বিতরণের সময়সূচি সম্পর্কে বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে জানানো হয়েছে গভর্নরের অফিস থেকে। নগদ অর্থ প্রাপ্তি ছাড়াও নিউইয়র্কের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার দেয়ার ঘোষণা করেছেন গভর্নর। নিউইয়র্কের ২৭ লাখ শিক্ষার্থীকে স্কুলে ফ্রি খাবার সরবরাহ করা হবে। এই পদক্ষেপে প্রতিটি পরিবারের সন্তানপ্রতি মাসে প্রায় ১৬৫ ডলার খরচ সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।
হোকুল ঘোষণা করেন, নিউইয়র্কের ৭৫ শতাংশ ট্যাক্স পেয়ারে জন্য ট্যাক্স কমানো হবে, যার ফলে ৮৩ লাখ বাসিন্দা বছরে প্রায় ১ বিলিয়ন ডলার ট্যাক্স রিলিফ পাবেন।
 

শেয়ার করুন: