শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সিন ‘ডিডি’ কম্বসের  আইনজীবীকে  তিরস্কার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩১, ৯ মে ২০২৫

সিন ‘ডিডি’ কম্বসের  আইনজীবীকে  তিরস্কার

ছবি: সংগৃহীত

এক পডকাস্টে প্রসিকিউটরদেরকে ‘শে^তাঙ্গ নারীদের সিক্স-প্যাক’ হিসেবে অভিহিত করার মাধ্যমে ‘ক্ষোভ’ সৃষ্টি করায় মিউজিক মোগল সিন ‘ডিডি’ কম্বসের আইনজীবীকে তিরস্কার করেছেন ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক। 

৫৫ বছর বয়স্ক মিউজিক মোগল সিন ‘ডিডি’ কম্বস বর্তমানে ‘সেক্স ট্রাফিং’ মামলায় এখন বিচারের মুখে রয়েছেন। তিনি তার কর্মী ও অন্যান্য সহযোগীকে এ কাজে ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে অভিযোগ উত্থাপিত হওয়ার পর থেকেই তিনি কারাগারে রয়েছেন। তাকে জামিন দেওয়া হয়নি।
প্রসিকিউটররা অভিযোগ করছেন, কম্বস তার খ্যাতি ও সম্পদ ব্যবহার করে হিপ-হপ জগতে ক্ষমতার ছড়ি ঘোরাতেন। তিনি অল্প বয়স্কা নারীদের যৌনভাবে হেনস্তা করতেন বলেও অভিযোগ রয়েছে।
তবে কম্বসের আইনজীবীরা দাবি করছেন, প্রসিকিউটররা সম্মতিমূলক যৌন তৎপরতা চালাচ্ছেন।
উল্লেখ্য, আদালতে শুনানিকালে বিচারক উল্লেখ করেন যে কম্বসের আইনজীবী জর্জ তার আয়োজনে ‘২ অ্যাংগ্রি ম্যান’ নামের পডকাস্টে বলেন যে প্রসিকিউশন দলটি ছয় শে^তাঙ্গ নালী নিয়ে গঠিত এবং তিনি তাদেরকে ‘শে^তাঙ্গ নারীদের সিক্স-প্যাক’ হিসেবে অভিহিত করেন। তার এই বক্তব্যে তিরস্কার করেন বিচারক।
 

শেয়ার করুন: