শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রাইট এইডের  সব স্টোর বন্ধ  হয়ে যাচ্ছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৪, ৯ মে ২০২৫

রাইট এইডের  সব স্টোর বন্ধ  হয়ে যাচ্ছে

ছবি: সংগৃহীত

আগামী কয়েক মাসের মধ্যে নিউইয়র্কের বাকি সব স্টোর বন্ধ করে দেবে রাইট এইড। দেউলিয়ার শিকার হয়ে অনলাইন ফার্মেসি অ্যান্ড স্টোর এই সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় ড্রাগস্টোর চেইন রাইট এইড বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ১,২৪০টি এবং নিউইয়র্ক রাজ্যে ১৭৮টি স্টোর পরিচালনা করে থাকে। তারা সোমবার ইউএস ব্যাংকরাপ্টসির নিউ জার্সি ডিস্ট্রিক্ট চ্যাপ্টারে দেউলিয়া সুরক্ষা পাওয়ার আবেদন করেছে। দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটি দেউলিয়া আবেদন দাখিল করল।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, কোম্পানি তাদের সকল ডিস্ট্রিবিউশন সেন্টার বন্ধ করে দেবে। আর নিউইয়র্কের স্টোরগুলো হয় বন্ধ করে দেবে, কিংবা নতুন কারো মালিকানায় দিয়ে দেবে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম দফার কর্মী লেঅফ ৪ জুন শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির সিইও ম্যাট শ্রোয়েডার বলেন, ‘আমরা ফার্মেসি সার্ভিসের বাধাহীন প্রবাহ অব্যাহত রাখতে বদ্ধপ্রতিশ্রুতিবদ্ধ। তাছাড়া আমরা সম্ভব সবচেয়ে বেশি চাকরি সংরক্ষণ করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা আমাদের সম্প্রদায়ের স্বাস্থ্য পরিচর্যা সেবায় সহায়তা করতে পেরে গর্বিত।’
রাইট এইড এর আগে ২০২৩ সালের অক্টোবরে দেউলিয়ার আবেদন দাখিল করেছিল। এর আগের বছরে তাদের ৭৫০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। ওই আবেদন দাখিলের পর নিউইয়র্ক সিটির বেশ কয়েকটি স্টোর বন্ধ হয়ে গিয়েছিল।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, তাদের আর্থিক অস্থিতিশীলতার অন্যতম কারণ হলো মহামারি-পরবর্তী সময়ে খুচরা দোকানে চুরি বেড়ে যাওয়া।
এদিকে ক্রেতাদেরকে বর্তমান পরিস্থিতিতে অন্য ফার্মেসিতে তাদের প্রেসক্রিপশনগুলো স্থানান্তর করার জন্য স্থানীয় রাইট এইড ফার্মেসিতে কিংবা রাইটএইডডটকম ভিজিট করার অনুরোধ করা হয়েছে। তাছাড়া রাইট এইড ইতোমধ্যেই সকল সক্রিয় প্রেসক্রিপশনের সাবলীল হস্তান্তর নিশ্চিত করার কাজ শুরু করে দিয়েছে। কাস্টমারদেরকে প্রয়োজনে রাইট এইডের কাস্টমার সার্ভিস লাইনে ফোন করতেও বলা হয়েছে।
 

শেয়ার করুন: