
ছবি: সংগৃহীত
জরুরি অবস্থায় নিউইয়র্ক সিটির পাঁচ বরোর দোকানের স্টাফরা যাতে সাথে সাথে পুলিশ ডাকতে পারে, সেজন্য ‘সাইলেন্টশিল্ড’ নামের বোতাম বসানোর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মেয়র এরিক অ্যাডামস প্রায় ৫০০ দোকানের জন্য ১.৬ মিলিয়ন ডলারের প্রকল্পটির কথা ঘোষণা করেছেন।
ইউনাইটেড বোডেগা অ্যাসোসিয়েশন জরুরি ব্যবস্থার আওতায় এসব বোতাম বিতরণ করবে। এগুলো দোকানের ভেতরে স্থাপন করা হবে। আশা করা হচ্ছে, দোকানের কর্মী ও ক্রেতাদের নিরাপত্তা ব্যাপকভাবে নিশ্চিত করবে এই পদক্ষেপ।
অ্যাডামস জানিয়েছেন, সাইলেন্টশিল্ডের সাথে সরাসরি বোডেগার ক্যামেরা এবং নিউইয়র্ক পুলিশের সাথে সংযুক্ত থাকে। এর ফলে পুলিশ অফিসাররা সাথে সাথে অপরাধের দৃশ্য দেখতে পারবেন এবং দ্রুত ব্যবস্থা নিতে পারবেন।
অ্যাডামস বলেন, ‘নিউইয়র্ক সিটির জন্য আমাদের আন্তরিক চেষ্টা হলো এই উদ্যোগ। এসব দোকান প্রতিটি স্থানে আছে। এগুলো সবসময় আমাদের জন্য কাজ করে। আর তাদের জন্যই আমরা গর্বের সাথে ১.৬ মিলিয়ন ডলারের প্রকল্পটির কথা ঘোষণা করছি।’
তিনি বলেন, এই কর্মসূচি দোকান মালিকদের মনে স্বস্তি এনে দেবে। তাছাড়া নিউইয়র্কের কর্মজীবী শ্রেণীকে নিরাপদ করে তুলবে।
তিনি বলেন, নিউইয়র্ক সিটির জন্য এসব দোকান অত্যাবশ্যক। এই বিনিয়োগের পর আমরা এসব ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে বলতে পারব যে নগরী আগের অবস্থায় ফিরে গেছে।