শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মর্টগেজ প্রতারণা 

জেমসের বিরুদ্ধে  আনুষ্ঠানিক  তদন্ত শুরু

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৮, ৯ মে ২০২৫

জেমসের বিরুদ্ধে  আনুষ্ঠানিক  তদন্ত শুরু

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে মর্টগেজ প্রতারণার অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এফবিআই এবং ইউএস অ্যাটর্নির অফিস।

তদন্তের বিষয়টি প্রথম প্রকাশ করেছে আলবানি টাইমস ইউনিয়ন। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র ইউএস অ্যাটর্নি তৃতীয় জন সারকোন তদন্তকাজে নেতৃত্ব দিচ্ছেন। তদন্তকাজ শুরু করার জন্য রিপ. ইলিসে স্টেফানিক এফবিআই এবং আলবানির প্রসিকিউটরদের প্রশংসা করেছেন।
রিপাবলিকান কংগ্রেসওম্যান এক বিবৃতিতে বলেন, ‘লেটিশিয়ার জেমসের বিরুদ্ধে তদন্ত ন্যায়বিচারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিউইয়র্কের দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই অব্যাহত রাখব। আমি সাংবিধানিক অধিকার রক্ষা করব, ব্যর্থ ডেমোক্র্যাট নেতারে জবাবদিহিতার আওতায় আনব।’
অভিযোগ রয়েছে ২০২৩ সালে ভার্জিনিয়ায় একটি বাড়ি কেনার সময় ঋণ নেওয়ার ক্ষেত্রে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ২০০১ সাল থেকে ব্রুকলিনের যে বাড়িটি তার মালিকানায় রয়েছে, সেখানেও দুর্নীতি রয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে এ ব্যাপারে এফবিআই এবং ইউএস অ্যাটর্নির অফিস কোনো মন্তব্য করেনি। এমনকি জেমসের অফিসও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে জেমস ইতোপূর্বে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ হিসেবে অভিহিত করে বলেছিলেন যে প্রেসিডেন্ট প্রতিহিংসাবশত এসব কাজ করছেন। কারণ তিনিই ট্রাম্প এবং তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গ্যানাইজেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন।
উল্লেখ্য, জেমসের ২০১৯ সালের বক্তব্যটি বেশ আলোচিত হয়েছিল : ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়।’ ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরুর সময় তিনি ওই মন্তব্যটি করেছিলেন। ওই মামলার জের ধরে ট্রাম্প এবং তার রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে ৪৫৪ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল।
 

শেয়ার করুন: