
আহবাব চৌধুরি খোকনের নতুন বই মুক্ত মনের ভাবনা প্রকাশিত হয়েছে।
ঢাকার এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে নিউইয়র্কের লেখক ও কলামিস্ট আহবাব চৌধুরী খোকনের তৃতীয় বই ‘মুক্ত মনের ভাবনা’। বই মেলায় অনাড়ম্বড় একটি অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করেন একুশের পদক প্রাপ্ত লেখক ও সাংবাদিক পাবেল রহমান।
এ সময় বইটির প্রকাশক আব্দুল মুহিতসহ উক্ত অনুষ্ঠানে বেশ কয়েকজন লেখক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
আহবাব চৌধুরী খোকন মূলত একজন রাজনীতিক ও সংগঠক হলেও তিনি নিয়মিত লেখালেখির সাথে যুক্ত। স্থানীয়ও জাতীয় সংবাদপত্রে তিনি নিয়মিত কলাম লিখে থাকেন। আহবাব চৌধুরীর এবারের বইটি প্রকাশ করেছে সিলেটের জনপ্রিয় প্রকাশনী সংস্থা কৈতর প্রকাশন। ১২৬ পৃষ্ঠার এই বইটিতে লেখকের ৩২টি প্রবন্ধ স্থান পেয়েছে। মুক্ত মনের ভাবনা জ্যাকসন হাইটসের মুক্তধারা স্টলে পাওয়া যাবে। উল্লেখ্য ইতোপূর্বে ‘কালের ভাবনা’ ও ‘জিরো পয়েন্ট’ নামে লেখকের আরো দুটি বই প্রকাশিত হয়।