শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা 

প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠানে আবেগে আবেগাপ্লুত অনেকেই

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৮, ২৯ আগস্ট ২০২৫

প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠানে আবেগে আবেগাপ্লুত অনেকেই

ছবি - নবযুগ

বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সদস্যদের নব গঠিত সংগঠন ‘এক্স অফিসিয়ালস অব বাংলাদেশ সোসাইটি ইনক’ উদ্যোগে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অগাষ্ট) কুইন্সের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে সোসাইটির প্রাক্তন আর বর্তমান কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং তাদের পরিবারসহ প্রায় আড়াই শতাধিক অতিথির সরব উপস্থিতিতে সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয় মিলনমেলা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটির একাধিক প্রতিষ্ঠাতা সদস্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সোসাইটির প্রাক্তন আর বর্তমান কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সত্যিকারের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তারা অনেক দিন পর একে অপরকে দেখে, কাছে পেয়ে আবেগে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে বক্তারা সম্মিলিতভাবে সোসাইটিকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সোসাইটির ভবন তথা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার জন্য সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিদেশ বিভূঁইয়ে সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তা ও পরিবার-পরিজনদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতির উপর গুরুত্বারাপ করেন। খবর ইউএনএ’র। 
ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মূল মঞ্চে ছিলো না কোন আসন। রোববার সন্ধ্যা ঠিক ৭টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তেলাওয়াত করেন সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী এবং গীতা পাঠ করেন সোসাইটির সাবেক সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়। এরপর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন  সোসাইটির নিজস্ব শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিলন মেলা আয়োজক কমিটির কনভেনর ও সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূইয়া ডিডিএস। 
এরপর মিলন মেলা আয়োজক কমিটির বিভিন্ন কমিটি, সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য ও নির্বাচন কমিশনের সদস্যদেরকে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। সোসাইটির বর্তমান কমিটিকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। 
অনুষ্ঠানে সোসাইটির সাবেক সভাপতি ডা. এম বিল্লাহ ডিডিএস, ডা. মোহাম্মদ হামিদুজ্জামান, মোহাম্মদ আক্তার হোসেন, নার্গিস আহমেদ, আজমল হোসেন কুনু ও মোহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হামিদ রেজা খান, একে এম ফাজলে রাব্বী ও রানা ফেরদৌস চৌধুরী, বর্তমান সভাপতি আতাউর  রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটনী মঈন চৌধুরী, ডা. ফারুক আজম প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। যৌথভাবে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও সাবেক কর্মকর্তা মোহাম্মদ জামান তপন। মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফজলে রাব্বি। 
সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলন মেলা উপলক্ষ্যে ‘অনুরণন’ শীর্ষক স্বরণিকা প্রকাশ করা হয়। ফিতা কেটে এর মোড়ক উন্মোচন করেন মেলার কনভেনর ডা. ওয়াদুদ ভূইয়া। এসময় প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান ও ‘অনুরণন’ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও তার সম্পাদনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্বরণিকাটিতে ১৯৭৫ সাল থেকে বর্তমান কমিটি পর্যন্ত সকল কর্মকর্তা, নির্বাচন কমিশন, আগত সকল অতিথিকে ধন্যবাদ জানানো হয়। 
এছাড়াও অনুষ্ঠানে সোসাইটির সাবেক ৪ সাংস্কৃতিক সম্পাদক যথাক্রমে চমন আরা বেগম, স্বপ্না কাওসার, মনিকা রায় ও ডা. শাহনাজ লিপি, নাট্য সম্পাদক শেখ সিরাজ এবং আমন্ত্রিত শিল্পী রুনা রায় সম্মিলিতভাবে জাতীয় সংগীত ও ডি এল রায়ের লেখা  ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানটি পরিবেশন করেন। অনুষ্ঠানে একক সংগীত পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী লীনা তাপসী। তিনি একে একে ৪টি গান পরিবেশন করেন। যন্ত্র সংগীতে ছিলেন মাসুদুর রহমান (কী বোর্ড) ও খুশবু আলম (তবলা)। সব শেষে ছিলো নৈশভোজ। মধ্যরাত অবধি অনুষ্ঠান চলে।
 

শেয়ার করুন: