শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যোগদানের আহবান শাহ নেওয়াজ ও কাজী আজমের

নায়াগ্রায় ৩৯তম ফোবানার  পর্দা উঠছে আজ শুক্রবার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:২১, ২৯ আগস্ট ২০২৫

নায়াগ্রায় ৩৯তম ফোবানার  পর্দা উঠছে আজ শুক্রবার

ছবি: সংগৃহীত

আজ ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় নায়াগ্রার শেরাটন হোটেলের বলরুমে ৩৯তম ফোবানা কনভেনশনের পর্দা উঠছে। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কনভেনশনের উদ্বোধণ করেন নায়াগ্রা ফলেসের মেয়র। ইতোমধ্যে ফোবানার চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি ও ৩৯তম ফোবানা কনভেনশনের কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজামের নেতৃত্ববৃন্দ নায়াগ্রায় অবস্থান করছেন। আগামী কাল শনিবার ও রোববার পর্যন্ত চলবে কনভেনশন।

রোববার মধ্যরাতে পর্দা নামবে কনভেনশনের।  কনভেনশনের প্রধান অতিথি ড. সলিমউল্লাহ খান কাল শনিবার কনেভননস্থলে এসে পৌঁছাবেন। সংগীতশিল্পী আসিফ আকবর আজ নায়াগ্রায় এসে পৌঁছাবেন। তরুণ প্রজন্মের হার্টথ্রব প্রিতম ও প্রতিক হাসান আসবেন রোববার। জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরীও যোগ দেবেন সাংস্কৃতিক সন্ধ্যায়। 
সেমিনারসহ অন্যসব আয়োজন প্রায় চূড়ান্ত। কনভেনশন উপলক্ষে জলপ্রপাত নামে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। 
 

শেয়ার করুন: