
ছবি: সংগৃহীত
সঙ্ঘবদ্ধ খুচরা চুরির বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে যাচ্ছে নিউইয়র্ক। রাজ্যজুড়েই খুচরা চুরি ব্যাপকভাবে কমে গেছে। এই মন্তব্য করেছেন গভর্নর ক্যাথি হোকুল। গভর্নর ঘোষণা করেন, করোনা মহামারির পর খুচরা চুরি ব্যাপকভাবে বাড়লেও গত বছরের তুলনায় চলতি বছর নিউইয়র্ক সিটিতে তা ১২ শতাংশ এবং রাজ্যের বাকি অংশে ৫ শতাংশ কমেছে।
চুরি প্রতিরোধে রাজ্য ৪০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল। আর চোরদের মোকাবেলায় অতিরিক্ত ১০০ রাজ্য পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছিল। এসব পদক্ষেপ এবং ফৌজদারি শাস্তি বাড়ানোর কারণে দোকানদার ও ব্যবসামালিকদের আত্মবিশ্বাস ফিরে এসেছে বলে জানান হোকুল।
তিনি বলেন, ‘খুচরা চুরি এবং সামাজিক শৃঙ্খলা ভঙ্গকারী অপরাধগুলো পুরো এলাকার ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এ কারণে সঙ্ঘবদ্ধ খুচরা অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলি।’
তিনি বলেন, এসব অপরাধ অনেক কমে গেলেও আমরা লড়াই বন্ধ করছি না। দোকানদার ও দোকানমালিক- সবাই যাতে শান্তিতে থাকতে পারে, সেজন্য আমরা তাদেরকে সমর্থন দেওয়া অব্যাহত রাখব।
রাজ্যের নেতারা বলছেন, নিরাপত্তা হালনাগাদ করার জন্য ছোট ব্যবসায় ট্যাক্স ক্রেডিটে তহবিল প্রদান করাও খুচরা চুরি কমায় অবদান রেখেছে।