
ছবি: সংগৃহীত
ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রামের জন্য ৪০.৬ মিলিয়ন ডলার তহবিলের কথা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। নিউইয়র্ক রাজ্যের ঝুঁকিপ্রবণ তরুণদের কমিউনিটি গান ভায়োলেন্স থেকে দূরে রাখতে এবং তারেকে সারা বছর প্রশিক্ষণ কার্যক্রমে জড়িত রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৪ সালে শুরু হওয়া এই কর্মসূচিটি রাজ্যের ‘বন্দুক-সম্পৃক্ত সহিংসতা ূরিকরণ’ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবান রেখে চলেছে। ক্রিমিনাল জাস্টিজ সার্ভিসেস ডিভিশনের পরিচালনায় এই তহবিল ২১টি কাউন্টিতে প্রদান করা হয়।
এ ব্যাপারে গভর্নর বলেন, ‘আমার প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ‘জননিরাপত্তা এবং আমাদের তরুণদের প্রতি বিনিয়োগ করা। আমাদের কমিউনিটিগুলোকে আরো নিরাপদ করা এবং আমাদের সবচেয়ে নাজুক ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার জন্য আমার লড়াই কখনো বন্ধ করব না।’
তিনি বলেন, নিউ ইয়র্ক রাজ্য থেকে বন্দুকবাজি নির্মূল করার জন্য ব্যাপকভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে তরুণদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, তার প্রশাসন ঝুঁকিপ্রবণ তরুণদের জন্য সারা বছর কাজের ব্যবস্থা করছে, তাদের সফল ভবিষ্যত নির্মাণ করছে।
এই অর্থ দিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত রাজ্যের কিছু এলাকার অন্তত আড়াই হাজার স্বল্প আয়ের তরুণকে কাজ ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
কোন এলাকা কত ডলার করে পাবে, তার একটি হিসাব নিচে দেওয়া হলো :
ক্যাপিটাল রিজিয়ন : ২,৭২৮,০৪৩ ডলার, সেন্ট্রাল নিউ ইয়র্ক : ৩,৩৩৩,৪২৪ ডলার, ফিঙ্গার লেকস : ৪,১১৮,০১৪ ডলার, লং আইল্যান্ড ৮,০৯২,১১৯ ডলার, মিড-হাডসন : ১১,০২৮,৩২২ ডলার, মোহাক ভ্যালি : ১,৪৯৭,৭৫৩ ডলার, নর্থ কাউন্ট্রি : ৫৪৯,৯২২ ডলার, সাউদার্ন টায়ার : ২,১১৫৫৮৩ ডলার, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক : ৭,১৩৬,৮২০ ডলার।