
ছবি: সংগৃহীত
তিনি রকল্যান্ড কাউন্টির পডিয়াস্ট্রিক (পায়ের চিকিৎসক)। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তিনি দুবার তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছেন। তবে প্রথম হত্যাচেষ্টার ষড়যন্ত্রটি নিয়ে তিনি আদালতে দুঃখপ্রকাশ করে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
ডা. ইরা বারনস্টেইন দাবি করেন, তার ২০১৭ সালের শাস্তি ছিল খুবই পর্যুদস্তকারী, লজ্জাজনক। তিনি ভবিষ্যতে সহানুভূতিশীল এবং ভালো মানুষ হিসেবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি তার স্ত্রী সুসান বারস্টেইন আদালতে তার সামনে ছিলেন।
তিনি বলেন, ‘আমাদের বিয়েটি ছিল খুবই চাপের। কী ঘটেছে, তা নিয়ে কোনো অজুহাত দিতে চাচ্ছি না।’
এই দম্পতির পরিবারে তিনটি সন্তান রয়েছে। চার বছর সাজা ভোগ করার পর তাকে ২০২১ সালে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
ইরা ও সুসান ২০০১ সালের আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাদের বিবাহ জীবন সুখের হয়নি। তাদের মধ্যে এখন বিচ্ছেদ হয়ে গেছে।