
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ম্যানহাটানে বন্দুকধারী’র গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ দিদারুল ইসলামের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৩ আগস্ট, শনিবার ফেরী পয়েন্ট পার্কে আমেরিকান বাংলাদেশি ‘ল’ এনফোর্সমেন্ট সোসাইটি’র উদ্যোগে উক্ত অনুষ্ঠানে দিদারুল ইসালামের পরিবারের সদস্য ছাড়াও তার সহকর্মী এবং সতীর্থরা উপস্থিত ছিলেন। এসময় সহকর্মীরা দিদারুলের বিভিন্ন সাহসি কর্মকান্ড তুলে ধরেন এবং সবসময় তার পরিবারের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন। দোয়া মাহফিল শেষে মধ্যাহ্নভোজ, ক্রিড়া প্রতিযোগীতা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার জেতেন দিদারুলের বাবা।