
ছবি - নবযুগ
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়েছে গত শনিবার। জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রীতিমতো কচিকাচার মিলনমেলা বসেছিল। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান। সাবেক সভাপতি বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাউজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সাইফুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ অনুষ্ঠান তদারকি করেন। অনুষ্ঠানে বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা করা হয়। স্কুল সাপ্লাইয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের খেলা, পপকন এবং অন্যান্য খাবার তুলে দেওয়া হয়। স্কুল সাপ্লাইয়ের মধ্যে ছিল স্কুলব্যাগ, পেন্সিল, খাতা, নোটবুক, পানির বোতলসহ অন্যান্য সামগ্রী।
অভিভাবকদের নিয়ে নতুন প্রজন্মের শিশু-কিশোররা বিকাল ৪টা থেকেই পার্কে উপস্থিত হতে থাকে। প্রায় পাঁচ শতাধিক নতুন প্রজন্মের উপস্থিতিতে ক্যাপ্টেন টিলি পার্ক যেন নতুন কুড়ির মিলনমেরঅয় পরিণত হয়। তাদের কলকাকলিতে পুরো পার্ক মুখরিত হয়ে ওঠে। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানির পরিচালনায় এবং সাধারণ সম্পাদক এনায়েত মুন্সীর তত্ত্বাবধানে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সহযোগী সংগঠন মানবসেবী প্রতিষ্ঠান ভালো এবং ডিএইচ কেয়ার হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহরিয়ার রহমান, সিআইপি গহর এস জামিল, সংগঠনের প্রধান উপদেষ্টা ওসমান গনি, উপদেষ্টা সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, অনুষ্ঠানের আহ্বায়ক শাহ শহীদুল্লাহ, মেম্বার সেক্রেটারি ইসমাইল হোসেন স্বপন, সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, প্রধান সমন্বয়কারী আলম সরকার, যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ, জিল্লুর রহিম, শরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এএফ মিসবাহউজ্জামান, সমন্বয়কারী প্রফেসর শাহাদাত হুসেন, আব্দুল বাছির, জুলকার হায়দার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, খুলনা সোসাইটির সভাপতি ওয়াহেদ কাজী এলিন, সহ-সভাপতি কামরুল ইসলাম সনি, নওশাদ হায়দার, সুমন খান, নিপা জামান, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু প্রমুখ।
অনুষ্ঠানের বক্তাদের সংক্ষিপ্ত আলোচনা শেষে সবার মধ্যে সুশৃঙ্খলভাবে স্কুল সাপ্লাই তুলে দেওয়া হয়। সংগঠনের কর্মকর্তারা তাদের হাতে স্কুল সাপ্লাই তুলে দেন।