শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ

কন্স্যুলেটে তথ্য উপদেষ্টা মাহফুজকে  হেনস্তার চেষ্টা, দুষ্কৃতকারীর

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩২, ২৯ আগস্ট ২০২৫

কন্স্যুলেটে তথ্য উপদেষ্টা মাহফুজকে  হেনস্তার চেষ্টা, দুষ্কৃতকারীর

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করা হয়েছে নিউইয়র্কে। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশের সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া  গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কন্স্যুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি কন্স্যুলেটে ঢোকার সময় কনস্যুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেন। তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। পরে কয়েকজনকে কনস্যুলেট ভবনের কাচের দরজা ভাঙতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে। 
সর্বশেষ গতকাল বৃহম্পতিবার সূত্র জানায়, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের দরজা লাথি দিয়ে ভেঙে ফেলা, প্রধান অতিথি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে সরাসারি আক্রমণের চেষ্টা, সরকারবিরোধী স্লোগান দেওয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের দুষ্কৃতকারীদের চিহ্নিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্র দেখে চিহ্নিত এসব দুষ্কৃতকারীর নাম স্টেট ডিপার্টমেন্ট, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, নিউইয়র্ক সিটির মেয়র অফিসে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক। 
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের দরজা-জানালা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান চৌধুরীসহ প্রায় ৫০ নেতাকর্মী।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথমবার্ষিকী উপলক্ষে গত ২৪ আগস্ট বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অনুরোধের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের পূর্বেই নিউইয়র্ক সিটি পুলিশ কনস্যুলেটের আশেপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। 
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভাটি প- করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকাল ৫টা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রস্থ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সামনে অবস্থান নেয়। তারা বাংলাদেশ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং অশ্লীল-অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা প্রদান করে। সময়ের সঙ্গে সঙ্গে তারা আরো নানাবিধ অপকৌশল অবলম্বন করে যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করে এবং অত্যন্ত ন্যক্কারজনকভাবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রবেশপথের পার্শ্ববর্তী অন্য একটি অফিসের (একই ভবনের) কাচের দরজায় আঘাত করে যার পরিপ্রেক্ষিতে ওই দরজায় ফাটল ধরে (ভিডিও সংযুক্ত)। পুলিশ দুষ্কৃতকারীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে। দুষ্কৃতকারীদের এ ন্যক্কারজনক ধ্বংসাত্মক কার্যক্রমের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতোমধ্যে পুলিশের হস্তগত হয়েছে এবং তারা এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মর্মে আশ্বস্ত করেছে।
 

শেয়ার করুন: