শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এনওয়াইপিডির  পুলিশ নিয়োগে  রেকর্ড

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:০১, ২২ আগস্ট ২০২৫

এনওয়াইপিডির  পুলিশ নিয়োগে  রেকর্ড

ছবি: সংগৃহীত

মেয়র এরিক অ্যাডামস এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশচ প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পুলিশ অফিসার নিয়োগের কথা ঘোষণা করেছেন।

তারা জানিয়েছেন, ১,০৯৩ জন পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। ২০১৬ সালের পর এটি হলো সর্বোচ্চ সংখ্যক নিয়োগ।
নতুন নিয়োগের ফলে ২০২৫ সালে এনওয়াইপিডির মোট নিয়োগ হলো ২,৯১১ জন। এটি ২০০৬ সালের পর সর্বোচ্চ সংখ্যক। আর অ্যাডামসের আমলে মোট পুলিশ অফিসার নিয়োগ হয়েছে প্রায় ১০ হাজার। এদের অনেকে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে, আবার অনেকে প্রশিক্ষণে রয়েছে।
অ্যাডামস বলেন, ‘সমৃদ্ধির পূর্বশর্ত হলো নিরাপত্তা। আর আজকের নিয়োগের ঘোষণায় প্রমাণিত হয় যে আমরা উভয়ের ভবিষ্যতে বিনিয়োগ করছি।’
তিনি আরো বলেন, ‘আমরা আরো শক্তিশালী ও আরো আধুনিক এনওয়াইপিডি গড়ে তুলছি। এটি আমাদের নগরীর প্রতি আমাদের ডাইভারসিটি, কমিটমেন্ট ও ডিটারমিনেশন প্রকাশ করছে।’
সাম্প্রতিক নিয়োগ সংকট সমাধানের জন্য এনওয়াইপিডি তাদের নিয়োগ ও শিক্ষা শর্তাবলী পরিবর্তন করেছে।
গত ফেব্রুয়ারিতে টিশচ জানান, লোকজনের পুলিশ বাহিনীতে যোগদান সহজ করার জন্য কলেজ ক্রেডিট ৬০ থেকে কমিয়ে ২৪ করা হচ্ছে। এর ফলে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে নিয়োগের ক্ষেত্রে পুলিশ বাহিনীও প্রতিযোগিতা করতে পারবে।
তাছাড়া এনওয়াইপিডির ছয় মাসের পুলিশ একাডেমির প্রশিক্ষণকে এখন থেকে ৪৫ কলেজ ক্রেডিট বিবেচনা করা হতে পারে। আগে তা ছিল ৩৬। এর অর্থ হলো সকল একাডেমি গ্রাজুয়েট এখন থেকে ন্যূনতম ৬৯ কলেজ ক্রেডিট নিয়ে এনওয়াপিডিতে যোগ দিতে পারবে।
 

শেয়ার করুন: