
ছবি - নবযুগ
বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কার্যকরী কমিটি (২০২৫-২৬) কর্মকর্তাদের অভিষেক এবং ১২তম চার্টার অ্যানিভার্সারি উদযাপিত হল ১৯ আগস্ট মঙ্গলবার। লং আইল্যান্ডের ফার্মিংডেল বাউন্ডারি এভিনিউস্থ ‘দ্যা রয়েল পাম’ বেঙ্কুয়েট’র বিশাল হলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর সদ্য সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাদিনি, ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ,ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন এডভোকেট নাসির উদ্দিন,সাবেক প্রেসিডেন্ট ও রিজিয়ন ডিরেক্টর লায়ন মোহাম্মদ সাঈদ, সাবেক প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিবসহ ডিস্টিক্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ১২তম চার্টার অ্যানিভার্সারি উদযাপনে বিশাল কেক কাটা হয়। লায়ন্স ক্লাবের এই মিলন মেলায় চার শতাধিক লায়ন্স ও সম্মানিত অতিথিরা অংশ গ্রহণ করেন।
প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেছেন নতুন ক্লাব প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল।
কোরআন থেকে তেলাওয়াত করেছেন আইহিল মাহমুদ রিশান। ইনভোকেশন পাঠ করেছেন লায়ন আহসান হাবিব। ইংরেজিতে প্লেজ অব এলিজেন্টস পাঠ করেছেন ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ। বাংলায় প্লেজ অব এলিজেন্টস পাঠ করেছেন লায়ন তমাল হোসেন। লায়ন টোস্ট পরিচালনা করেছেন লায়ন মোহাম্মদ সাঈদ। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রখ্যাত ডোলক বাদক শফিক মিয়ার ডোলের বাজনার মাঝে নতুন ক্লাব প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল এবং নতুন ক্লাব সেক্রেটারী লায়ন মশিউর রহমান মজুমদার’র নেতৃত্বে কমিটির কর্মকর্তাদের মঞ্চে ডেকে এনে সকলের মাঝে পরিচয় করিয়ে দেয়া হয়। এ পর্বটি পরিচালনা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান।এসময় উপস্থিত ক্লাব সদস্য এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান।
নিউইয়র্কের এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার কয়েকজন ক্লাব নেতৃবৃন্দের হাতে প্রোক্লেমেশন ও সাইটেশন তুলে দিয়ে সম্মাননা জানিয়েছেন। ক্লাবের নেতুবৃন্দকে সার্টিফিকেট প্রদান করেছেন সদ্য সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন টেরি পালাদিনি।
বিশে^র অন্যতম বৃহৎ সেবামূলক লায়ন্স আন্দোলনে এবছর ক্লাবের ৪৬ জন নতুন সদস্য অর্ন্তভূক্ত হয়েছেন। নতুন সদস্যদেরকে শপথ পাঠ করিয়ে অভিষিক্ত করিয়েছেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও রিজিয়ন ডিরেক্টর লায়ন মোহাম্মদ সাঈদ। এসময় তাদের মেম্বারশিপ সার্টিফিকেটও প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন অভিষেক আয়োজন কমিটির চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইভেন্ট কনভেনর লায়ন নুরুল আজিম,মেম্বার সেক্রেটারী লায়ন এএসএম উদ্দিন পিন্টু, ক্লাব সেক্রেটারী লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন ফাহাদ সোলায়মান প্রমূখ।
লায়ন শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় সম্পন্ন অনুষ্ঠানে কয়েকজন নৃত্যশিল্পী উপভোগ্য নৃত্য পরিবেশন করেছেন। সঙ্গীত পরিবেশন করেছেন রিতু পর্ণা ব্যানর্জি।
অনুষ্ঠানে এ বছরের ইলেকশন কমিশনার লায়ন রেজা রশিদ, লায়ন আমেনা নেওয়াজ, লায়ন আব্দুর রহিম হাওলাদারসহ কয়েকজন সাবেক প্রেসিডেন্ট এবং সক্রিয় লায়ন কর্মকর্তাদের দায়িত্ব পালন ও সহযোগিতার জন্য বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
আকর্ষনীয় র্যাফেল ড্র পরিচালনার পর প্রায় মধ্যরাতে ক্লাব সভাপতি লায়ন জেএফএম রাসেলের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আগত সকলের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস,এ্যাপিটাইজারসহ বিশেষ খাবারে সাজানো ছিল ডিনারের মেন্যু।