শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ব্যাক টু স্কুল সাপ্লাই বিতরণ শনিবার

নবযুগ রিপোর্ট

আপডেট: ২০:৪৭, ২২ আগস্ট ২০২৫

জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ব্যাক টু স্কুল সাপ্লাই বিতরণ শনিবার

ছবি - নবযুগ

জ্যামাইকা বাংলাদেশি ফ্রেন্ডসশিপ সোসাইটির (জেবিএফসি) ব্যাক টু স্কুল প্রোগ্রাম আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। চলতি বছর স্কুল গমনেচ্ছু শিশুদের হাতে তুলে দেয়া এ স্কুল সাপ্লাই। জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে বিকাল ৫ টায় বিতরণ করা হবে স্কুল সাপ্লাই।

এ লক্ষে গত বুধবার জ্যামাইকার একটি অফিসে জেবিএফসি’র সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি। বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা শাহাব উদ্দিন সাগর, সহসভাপতি কামরুল ইসলাম সনি, সাংস্কৃতিক সম্পাদক নিপা জামান, নওশাদ, শরীফ, সেলিম প্রমুখ। সভায় কাল শনিবার কিভাবে বাচ্চাদের হাতে ব্যাক টু স্কুল সাপ্লাই আনন্দঘন পরিবেশে তুলে দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা এবং এ লক্ষে একটি উপকমিটি গঠন করা হয়। 
 

শেয়ার করুন: