শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যোগদানের আহবান শাহ নেওয়াজ ও কাজী আজমের

নায়াগ্রায় অনুষ্ঠিতব্য ৩৯তম ফোবানা  কনভেনশনের সকল প্রস্তুতি সম্পন্

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫০, ২২ আগস্ট ২০২৫

নায়াগ্রায় অনুষ্ঠিতব্য ৩৯তম ফোবানা  কনভেনশনের সকল প্রস্তুতি সম্পন্

ছবি - নবযুগ

আগামী ২৯, ৩০, ৩১ আগস্ট-২০২৫ লেবার ডে উইক্যান্ডে নিউইয়র্কের নায়াগ্রার শেরাটন হোটেলের বলরুমে ৩৯তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কনভেনশনের প্রস্তুতির আপডেট দিয়েছেন ফোবানার চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি ও ৩৯তম ফোবানা কনভেনশনের কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজাম। তারা বলেন, এবারের লেবার ডে উইক্যান্ডে নায়াগ্রা ফলসে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ পর্যটক অবস্থান করবেন। আমরা সেখানেই এবার ইতিহাস গড়তে যাচ্ছি ফোবানা কনভেনশন আয়োজন করে। ইতোমধ্যে আমারা কনভেনশনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কনভেনশনের প্রধান অতিথি ড. সলিমউল্লাহ খান নিউইয়র্ক এসে পৌঁছেছেন। আমাদের আমন্ত্রিত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আসছেন আগামী সপ্তাহে। তরুণ প্রজন্মের হার্টথ্রব প্রিতম ও প্রতিক হাসান আছেন নিউইয়র্কেই। জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরীও যোগ দেবেন সাংস্কৃতিক সন্ধ্যায়। 

তারা বলেন, আমাদের সেমিনারসহ অন্যসব আয়োজন এবং অতিথিও আমরা প্রায় চূড়ান্ত করেছি। আমাদের ম্যাগাজিনের কাজও শেষ পর্যায়ে। আর মাত্র কয়েকটা স্টলের বুকিং বাকী আছে। নায়াগ্রা ফলসের বিভিন্ন হোটেলে এখনও রুম পাওয়া যাচ্ছে। আপনারা যারা ফোবানা কনভেনশনে যেতে ইচ্ছুক তারা এখনই নায়াগ্রা ফলসের আশ-পাশের হোটেল-মোটেলগুলোতে বুক দিয়ে রাখতে পারেন। আমাদের কাছে প্রতিদিনই ফোন আসছে ফোবানা কনভেনশনে যোগদানের আগ্রহ প্রকাশ করে। আমরা তাদের বিনয়ের সঙ্গে পরামর্শ দিচ্ছি কিভাবে হোটেলের রুম পাওয়া যায় সে তথ্য দিয়ে। আমাদের এ কনভনেশনের তিন দিনের টিকিট সম্পূর্ণ ফ্রি, মানে কোনো প্রবশেমূল্য নেই। এ অনুষ্ঠান সকলের জন্য উম্মুক্ত। যারা ফোবানা কনভেনশনে যাবেন তারা বিনা টিকিটে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আমরা সকল পেশা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের বিনীত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফোবানা কনভেনশনে। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে শাহ নেওয়াজ , চেয়ারম্যান, ফোবানা স্টিয়ারিং কমিটি, সাখাওয়াত হোসেন আজম, এক্সিকিউটিভ সেক্রেটারি, ফোবানা স্টিয়ারিং কমিটি ও কনভেনর এর সঙ্গে যোগাযোগা করতে অনুরোধ জানানো হয়েছে। 
 

শেয়ার করুন: