শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মসজিদ আল আমানের বার্ষিক সাধারণ  সভা অনুষ্ঠিত

রশীদ আহমদ

প্রকাশিত: ১৯:৪৬, ২২ আগস্ট ২০২৫

মসজিদ আল আমানের বার্ষিক সাধারণ  সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

 নিউইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত ওজনপার্কের মসজিদ আল আমান এর বার্ষিক সাধারণ সভা গত ১৭ আগস্ট রোববার বাদ মাগরিব মসজিদের হল রুমে সভাপতি কবীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্যে মসজিদের সভাপতি কবীর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর সকলের সার্বিক সহযোগিতায় আবারও আমরা সাধারণ সভায় মিলিত হতে পেরে মহান আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করেন ও সাধারণ মুসল্লিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, যারা আজকের সাধারণ সভায় উপস্থিত হয়েছেন, তাদেরকে মসজিদ কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। তবে একটি আবেদন করছি, যারা আজকে পঠিত রিপোর্ট এর উপর প্রশ্ন উত্তর পর্বে কথা বলবেন ও পরামর্শ প্রদান করবেন, তারা যেন মসজিদের আদব রক্ষা করে শৃঙ্খলার সাথে সাধারণ সভাকে সফল করতে সহযোগিতা করেন।
এরপর শুরু হয় মসজিদের সাধারণ সম্পাদক কর্তৃক চমৎকার সংক্ষিপ্ত বার্ষিক রিপোর্ট ও শাহজালাল একাডেমীর এডুকেশন কমিটির সেক্রেটারী আনোয়ার হোসেইন খানের ১৭ পৃষ্টার পঠিত রিপোর্ট এর উপর পর্যালোচনা। প্রথম পর্যায়ে সাধারণ মুসল্লিদের কাছে প্রদান করা হয় লিখিত টোকেন। যাতে প্রশ্নকারী নিজের নাম লিখে জমা দিয়ে অনুমতি সাপেক্ষে প্রশ্ন করতে পারেন। তবে শেষের দিকে বিনা টোকেনে হাত তুলে প্রশ্ন করার সুযোগ প্রদান করা হয়। পঠিত দু’টি রিপোর্ট এর উপর আলোচনায় অংশগ্রহণ করেন, মাওলানা রশীদ আহমদ, মৌলভী আব্দুল আজিজ, নজরুল ইসলাম কুয়েতী ও বুরহান উদ্দিন কফিল।
বক্তারা বলেন, আলহামদুলিল্লাহ মসজিদ আল আমান পুর্বের নানান জটিলতা ও প্রতিকুলতা কাটিয়ে উঠতে বর্তমান কমিটি অনেকাংশে সক্ষম হয়েছে এবং সেক্রেটারীর রিপোর্ট অনুযায়ী অচিরেই মসজিদের সিও পাওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্টের উপর পর্যালোচনার শেষ পর্যায়ে শহীদুল্লাহ সহ জনৈক কিছু মুসল্লিদের নিয়ম বহির্ভুত প্রশ্ন করায় মসজিদের সভাপতি কবীর চৌধুরী ক্ষুদ্ধ হয়ে বলেন, আমরা সবাই মানুষ, তাই আমাদের ভুল হতেই পারে। কিন্ত যারা মসজিদের আদাবকে তোয়াক্কা না করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তারা কখনও ভাল মানুষ তথা মুসল্লি হতে পারেন না।
তিনি সবাইকে মসজিদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে এবং শৃঙ্খলার সাথে যে কোনো পরামর্শ প্রদানের আহ্বান জানান। সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামছুল আবেদীন,আবদুস শহীদ মাস্টার, গৌছ এ খান, কামাল পাশা বাহার, সাবেক সভাপতি খলীল আহমদ, সাবেক সেক্রেটারী শরীফ উদ্দিন, বর্তমান কোষাধ্যক্ষ হেলাল ইউ হক বাবুল প্রমুখ। পরিশেষে কবীর চৌধুরী বলেন,মসজিদ আল আমানের বার্ষিক সাধারণ সভায় আগত সকল মসজিদ কমিটির উপদেষ্টা ও এক্সিকিউটি কমিটির দায়িত্বশীল এবং সাধারণ মুসল্লিদের আবারও মোবারকবাদ জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
 

শেয়ার করুন: