ছবি - নবযুগ
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত নতুন বাংলা চলচ্চিত্র ‘ডিয়ার মা’ নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। গত ৬ আগস্ট, বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের ওয়ার্ল্ডফেয়ার মেরিনায় অনুষ্ঠিত মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘‘এটি শুধু একটি চলচ্চিত্র নয়, আমার জীবনের আবেগ ও অভিজ্ঞতার প্রতিফলন। ছবির গল্পে মাকে ভালোবাসার কথা উঠে এলেও, আমরা বুঝতে পারি জীবনে অনেক সময় ভালোবাসা প্রকাশ করা হয়ে ওঠে না,। তিনি বলেন, ‘ডিয়ার মা’ শুধু বাংলা ভাষাভাষীদের জন্য নয়, সিনেমার নিজস্ব ভাষা ব্যবহার করে এটি সব দর্শকের কাছে পৌঁছাতে পারবে বলেই আমার বিশ্বাস।
ছবিটি যুক্তরাষ্ট্র এবং কানাডার মোট ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৮ আগস্ট, যা টলিউড ছবির জন্য এক অনন্য সাফল্য। পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও ছবিটির প্রদর্শন শুরু হবে শিগগিরই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইস্কোপ ফিল্মসের কর্ণধার নওশাবা রুবনা রশিদ। তিনি বলেন, এই ছবির আন্তর্জাতিক মুক্তি বাংলা সিনেমার জন্য একটি বড় অর্জন। নির্মাতা তানভীর তারেক, উপস্থাপক সাংবাদিক শামিম আল আমীন, উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন ২০২৬-এর আহ্বায়ক মিলন আউন, খ্যাতিমান সঙ্গীতশিল্পী নকীব খান, কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট অশোক রক্ষিত, প্রযোজক ইন্দ্রাণী মুখার্জি, সাংবাদিক- সম্পাদক নাজমুল আহসান, সম্পাদ মোহাম্মদ সাইদ, সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সম্পাদক ইব্রাহীম চৌধুরী, মনজুরুল হক, রহমান মাহবুব, ভায়লা সালিনা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি বক্তব্যে বাইস্কোপ ফিল্মের কর্ণধার রাজ হামিদ জানান, ছবিটি বিশ্বব্যাপী বাংলা চলচ্চিত্র দর্শকদের ছাড়াও আন্তর্জাতিক সিনে দর্শকদের হৃদয়ে পৌঁছাতে পারবে। তিনি বলেন, ‘‘আমরা ছবিটির জন্য আন্তর্জাতিক পুরস্কার প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছি। এই সিনেমা আমাদের গর্বের একটি অংশ হয়ে উঠুক, সেটিই কাম্য।’’
অনুষ্ঠানে ছোট্ট চরিত্রে অভিনয় করা শিশু শিল্পী অহনার প্রশংসা করা হয় এবং অভিনেত্রী তৃনিয়া হাসান ছবির একটি গানের অংশ বিশেষ পরিবেশন করেন।
অভিনেত্রী জয়া আহসান, যিনি ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন, ভিডিও বার্তায় জানান, ‘‘এই ছবি আমার কাছে ভীষণ ব্যক্তিগত। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে আমার প্রচেষ্টা সার্থক হবে।’’
‘ডিয়ার মা’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনুভা ফতেপুরিয়া। ছবির সুরকার বিক্রম ঘোষ, যাঁর সুরে কণ্ঠ দিয়েছেন পাপন, অনিন্দ্য ও ঊজ্জ্বয়িনী।

















