
ছবি - নবযুগ
জুলাই গণঅভূত্থানের নিউইয়র্ক প্রবাসী নেতারা অভিযোগ করে বলেছেন, ‘একটি কুচক্রিমহল শত শত জীবনের বিনিময়ে অর্জিত জুলাই অভূত্থানকে পূঁজি করে প্রবাসেও বাণিজ্য শুরু করেছে। তারা আশঙ্কা করে বলেছেন, এর মাধ্যমে প্রকৃত জুলাই যোদ্ধাদের অবহেলা করে ফ্যাসিবাদের দোসরদের সুযোগ করে দেয়া হচ্ছে। ৩৬ জুলাই নামের একটি সংগঠন স্থানীয় সময় বুধবার সন্ধায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে এ ধরনের অভিযোগ তুলেন।
আয়োজকরা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে যখন বাংলাদেশ উত্তাল তখন বিশ্বের অনান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও ছাত্র-জনতা স্বৈরাচার হাসিনার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। হাজার হাজার মানুষ ম্যানহাটানের টাইমস স্কোয়ারে বিক্ষোভে ফেটে পড়ে। কিন্তু বছর ঘুরে আসতেই বিক্ষোভের নের্তৃত্ব দেয়া সেসব তরুণদের বাদ দিয়েই ‘পেট্রিয়টস অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন আগামী ৩ আগস্ট জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গণঅভূত্থানের বর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ নেয়।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, প্রবাসের প্রকৃত জুলাই যোদ্ধাদের পাশ কাটিয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। ‘পেট্রিয়িটস অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক কাজী হাসান নিজেই লিখিত বক্তব্যে সংঠনটির প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তিনি বলেন, পেট্রিয়েটস অব বাংলাদেশে সভাপতি আব্দুল কাদির অনুষ্ঠানের নামে চাঁদা তুলছেন, তিনি কাউকে কিছু জানাচ্ছেন না। তার কার্যক্রমে কোনো ধরনের সচ্ছতা নেই। এ কারণে আমি এ সংগঠন থেকে সরে দাঁড়িয়েছি।
তিনি বলেন, আমরা জানতে চাইলেও তিনি কার কাছ থেকে কত ডলার নিচ্ছেন, কাদেরকে দাওয়াত দেয়া হচ্ছে কিছুই জানাচ্ছেন না। ফলে আমরা মনে করি জুলাই অভূত্থানকে কেন্দ্র করে তিনি ব্যবসা খুলে বসেছেন।
সাংবাদিক সম্মেলনে হাসিনাবিরোধী আন্দোলনের প্রবাসী জুলাইযোদ্ধা আল আমিন রাসেল, ফাহাদ হোসাইন, রওশন হক, তাওহীদ তানজীম, শাহ আহমেদ, আহমেদ সোহেলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এদিকে জুলাই বর্ষপূর্তি উদযাপনের অজুহাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির কাছ থেকে অর্থ উত্তোলনের অভিযোগে ‘পেট্রিয়টস অব বাংলাদেশের’ প্রেসিডেন্ট আব্দুল কাদেরকে ‘এনসিপি ডায়াসপোরা এলায়েন্স’ থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে।