
ছবি - নবযুগ
শিশু-কিশোর-কিশোরী সহ বয়োবদ্ধ প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের জন্য সাউথ জ্যামাইকা এসোসিয়েশন অব বাংলাদেশ বনভোজন অয়োজন করেছে। গত ২৭ জুলাই, রোববার দিনব্যাপী কুইন্সের আর্চি স্পীংনার পার্কে ব্যতিক্রমী এই বনভোজন অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্ট বক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশ নেন। বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী সহ বয়োবদ্ধ নর-নারীর অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস। দুপুরে রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রিবোর্ড সদস্য, কমিউনিটি বোর্ড মেম্বার এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। এসময় আয়োজক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বনভোজনের চিরাচরিত নিয়ম রৌদ্রজ্জল পরিবেশে গাছ-গাছালীর নীচে বসে দেশীয় খাবারে মধ্যাহ্ন ভোজ ছাড়াও বনভোজন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন খেলাধুলা, র্যাফল ড্র ও পুরষ্কার বিতরণ। মূলত: বেলা ১১টা থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত বনভোজনের কর্মকান্ড চলে।
বনভোজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার (একাংশ) সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বাংলাদেশ সোসাইটির সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য পুরষ্কারের মধ্যে ছিলো কাজী হোসাইনের সৌজন্যে স্বর্নের চেইন, ফখরুল ইসলাম দেলোয়ারের সৌজন্যে বড় টিভি, বেলাল আহমেদের সৌজন্যে মিডিয়াম টিভি, জাহিদ আলমের সৌজন্যে অ্যাপল আইপ্যাড, নাজমুস সাকিবের সৌজন্যে মাইক্রোওভেন, পুতুলের সৌজন্যে ডিনার সেট প্রভৃতি।
এই বনভোজন আয়োজনে জহুরুল আমীন তফাদার, ইমরান উদ্দিন ও খাইয়ুল হাসান মিলু ছাড়াও উল্লেখযোগ্য উদ্যোক্তা ছিলেন প্রবীণ প্রবাসী কাজী আতাউর রহমান ও প্রবীণ সাংবাদিক আব্দুল খালেক তরফদার সহ এখলাসুর রহমান চৌধুরী, সাংবাদিক আব্দুল মুন্তাকিম চৌধুরী, আব্দুল হাফিজ আব্দার, সাংবাদিক বেলাল আহমেদ, আজিজুল হক নোমান, মহসিন আহমেদ, মুস্তাফিজুর রাহমান, মিলু আহমদ, ইকবাল খান, ইকবাল আহমদ, বুরহান আহমদ, আব্দুল মুক্তাদির চৌধুরী, রুকন আহমদ, সদরুল আলম, কাওসার আহমদ, হাসান আহমদ, আসাদ আহমদ প্রমুখ।