শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ব্রঙ্কসে অ্যাপার্টমেন্টের  বাথরুমে বাংলাদেশি  হেলালের লাশ

নিউইয়র্ক

প্রকাশিত: ১৬:০৫, ১ আগস্ট ২০২৫

ব্রঙ্কসে অ্যাপার্টমেন্টের  বাথরুমে বাংলাদেশি  হেলালের লাশ

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বাংলাদেশি প্রবাসী মোঃ হেলাল উদ্দিনকে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ অ্যাপার্টমেন্টের বাথরুমে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকালে হেলাল উদ্দিনের কোন খোঁজ না পাওয়ার পর স্থানীয়রা ৯১১ কল করেন। এরপর পুলিশ তার নিজ অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মোঃ হেলাল উদ্দিন বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন। তবে এখানে তার কোনো নিকটাত্মীয় বা পরিবারের সদস্য নেই।
পারিবারিক বা সামাজিকভাবে কেউ পাশে না থাকায়, হেলাল উদ্দিনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। পরিচিতজন ও আশেপাশের কমিউনিটির মানুষ গভীর শোক প্রকাশ করেন এবং তার মরদেহ যেন সম্মানের সঙ্গে নিজ জন্মভূমিতে পাঠানো যায়, সেই উদ্যোগে সক্রিয়ভাবে এগিয়ে এসেছেন ব্রঙ্কসের স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা।
এদিকে মৃত হেলাল উদ্দিনের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য একটি তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন ব্রঙ্কসের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা। কারণ আন্তর্জাতিকভাবে মরদেহ পরিবহন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেশ ব্যয়বহুল খরচ হয়, যা ব্যক্তিগতভাবে বহন করা কারো পক্ষে সম্ভব নয়। বিশেষ করে মৃত ব্যক্তির এখানে কোনো আত্মীয়স্বজন না থাকলে, এই প্রক্রিয়াটি আরও কঠিন হয়ে পড়ে।এই প্রয়াসের অংশ হিসেবে ব্রঙ্কসের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং অন্য প্রবাসীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
 

শেয়ার করুন: