
ছবি: সংগৃহীত
গত ২২ ডিসেম্বর, রোববার নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডের একটি পার্টি হলে বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উদযাপন করেছে উদীচি শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র। ‘অগ্নিপ্রভা ১৬ ডিসেম্বর, প্রতিবাদ প্রতিরোধে উদ্দীপ্ত হয়ে উঠুক মুক্তিযুদ্ধের চেতনা’ শ্লেøাগানের মাধ্যমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
সম্প্রতি বাংলাদেশের কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্চিত করায় এর বিরুদ্ধে প্রতিরোধ ও কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সকল মুক্তিয়োদ্ধাদের প্রতি আহবান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, লেখক, প্রাবদ্ধিক, সাবেক টিভি প্রযোজক বেলাল বেগ, প্রবীন সাংবাদিক, সাপ্তাহিক প্রবাসী’র সাবেক সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা আশিষ রায়, সরাফ সরকার, রেফায়েত চৌধুরী, রতন সরকার, ক্লারা রোজারিও, জাকির হোসেন, ওবায়দুল্লাহ মামুন, সঞ্জীব সরকার, গোলাম মোর্তুজা, কবির আনোয়ার, জাকির হোসেন বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান স্পন্সর করেন নিম্মি নাহার, ভাইস প্রেসিডেন্ট ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক প্রেসিডেন্ট ও সিইও কুইন্স সোসাল এডাল্ট ডে কেয়ার, সরাফ সরকার এসএসটি রিয়েলটি, নজরুল ইসলাম সিইও, ডিজিটাল ট্রাভেল। অনুষ্ঠানে সভাতিত্ব করেন উদীচি যুক্তরাষ্ট্রের সভাপতি মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলিম।