
ছবি: সংগৃহীত
অ্যাপেলের সিইও টিম কুক এবং প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে আইফোন নির্মাণের জন্য আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরেক দফা শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে তারা এই প্রতিশ্রুতি দিলেন।
জানা গেছে, নতুন বিনিয়োগ হবে আগামী চার বছর ধরে।
এর আগে ট্রাম্প নির্বাহী আদেশে ভারতের ওপর আরো ২৫ শতাংশ করারোপ করেন। উল্লেখ্য, ভারত হলো আইফোনের অন্যতম উৎপাদনকারী দেশ।
তবে হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে সিএনবিসি জানিয়েছে, ভারতের ওপর নতুন করে করারোপ হলেও তাতে অ্যাপেল তেমনভাবে ক্ষতিগ্রস্ত হবে না।
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ নিয়ে ওভাল অফিসে ট্রাম্পের সাথে অ্যাপেলের কর্তারা বৈঠক করেছেন। এ সময় অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্যমন্ত্রী হোয়ার্ড লুটনিকও উপস্থিত ছিলেন। বৈঠকের আগে কুককে ট্রাম্প ‘আমাদের সময়ের সত্যিকারের মহান কিংবদন্তি’ হিসেবে পরিচয় করিয়ে দেন।
বিনিয়োগ ঘোষনার ব্যাপারে ট্রাম্প বলেন, ‘আমেরিকা এবং অন্যান্য স্থানে এটিই অ্যাপেলের বৃহত্তম বিনিয়োগ। অবশ্য অ্যাপেল আরো কয়েকটি দেশের বিনিয়োগ করেছে। আমি বলব না কোন কোন দেশে করেছে। তবে তারা এখন দেশে আসছে।’
হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এর আগে এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট অর্থনৈতিক এজেন্ডা আমেরিকান চাকরি রক্ষায় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত করেছে।’
বিনিয়োগের ওই ঘোষণার পর অ্যাপেলের শেয়ারের দাম ৫.১ শতাংশ বেড়ে ২১৩.২৮ ডলারে পৌঁছে।