
ছবি: সংগৃহীত
গত সপ্তাহে বাগদান করেছিলেন ক্যাটালিনা রোজাস। তিনি তার জীবনের সবচেয়ে উদ্দীপ্ত সময়গুলো নিয়ে পরিকল্পনা করতে শুরু করেছিলেন। কিন্তু আনন্দের মুহূর্তগুলো অল্প সময়ের মধ্যে কষ্টের সময়ে পরিণত হয়েছে। নিউজার্সির একটি ওয়্যারহাউসে অভিযানের সময় ইমিগ্রেশন অথোরিটির হাতে ধরা পড়েন তার বাগদত্তা। তিনি এখন ডিপোর্টেশনের মুখে রয়েছেন।
ক্যাটালিনা রোজাস যার সাথে বাগদান করেছিলেন তিনি হন্ডুরাস থেকে আসা অভিবাসী। তিনি একটি ওয়্যারহাউসে প্যাকেজ ডিস্ট্রিবিউশনের কাজ করতেন। আরো কয়েকজন অভিবাসীর সাথে তিনিও গ্রেফতার হন।
এ ব্যাপারে ২২ বছরের রোজাস মিডিয়াকে বলেন, ‘আমি বিধ্বস্ত হয়ে পড়েছি। তিনি [তার বাগদত্তা] তার পরিবার, তার বন্ধু এবং আমার জন্য সবকিছু করতে পারতেন। তিনি কোনো অপরাধী নন। তিনি একমাত্র যে কাজটি করেছেন, তা হলো আমার হৃদয় চুরি করেছেন।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এক বছরের মধ্যে ১০ লাখ অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে এই অঞ্চলে এখন পর্যন্ত সবচেয়ে বড় ফেডারেল ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবেই কর্মস্থলেও অভিযান চলছে।