শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ১০ জনের মৃত্যু

নবযুুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২২

ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ১০ জনের মৃত্যু

ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ১০ জনের মৃত্যু

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হারিকেনটি দুর্বল হয়ে নর্থ ও সাউথ ক্যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছে।

ইয়ানের আঘাতে এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ফ্লোরিডার প্রায় ২২ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্যার পানির কারণে আটকা পড়েছেন বহু মানুষ। 

শার্লট কাউন্টির কমিশনার জোসেফ টিসেও জানিয়েছেন, বৃহস্পতিবার টানা ১২ ঘণ্টা ধরে সেখানে তাণ্ডব চালায় ইয়ান। তবে নিহত ১০ জনের সবার মৃত্যু সরাসরি হারিকেনের আঘাতে হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানান, ফোর্ট মায়ারস শহরে হারিকেন ইয়ানের ধ্বংসযজ্ঞ 'প্রায় অবর্ণনীয়'। 

ক্যাটাগরি ১ হারিকেন ইয়ানকে ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হারিকেন বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেছেন, 'আমরা আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত। তছনছ হয়ে যাওয়া ফ্লোরিডার পুনর্গঠন করে দেব আমরা। ফ্লোরিডা এগিয়ে যাবে। এটা আমাদের প্রতিশ্রুতি।' 

শেয়ার করুন: