সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউজার্সি ট্রানজিটে ভাড়া বাড়ছে ১৫ ভাগ

প্রকাশিত: ০৪:০৬, ১৩ এপ্রিল ২০২৪

নিউজার্সি ট্রানজিটে ভাড়া বাড়ছে ১৫ ভাগ

প্রতীকী ছবি

বাস, ট্রেন, কার- যেটাকেই চাপুন না কেন, জুলাই থেকেই আপনাকে বাড়তি ভাড়া গুণতে হবে। আর সেটা কম নয়, ১৫ ভাগ। নিউজার্সি ট্রানজিটের এই সিদ্ধান্ত অনেককে বেশ কঠিন অবস্থায় ফেলে দিয়েছে।

নিউইয়র্কের কর্মকর্তারা জুন থেকেই চালকদের ওপর দিনে ১৫ ডলার করে বিতর্কিত টোল ধার্য করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এলো। গার্ডেন স্টেটের রাজনীতিবিদেরা মনে করছেন, এতে হাডসন পারাপারকারী যাত্রীরা অন্যায় আচরণের মুখে পড়বেন।

ট্রানজিট অ্যাক্টিভিস্ট তালিয়া ক্র্যাউফোর্ড বলেন, ‘ভাড়া বাড়ানো হওয়া উচিত শেষ অবলম্বন।’

নিউ জার্সি ট্রানজিট বোর্ডের সর্বসম্মতিক্রমে ১৫ ভাগ ভাড়া বাড়ানোর অর্থ হলো, মরিস-এক্সে লাইন ব্যবহারকারী যাত্রীকে ২৯৮ ডলারের বদলে ৩৪২ ডলার দিতে হবে।

জানা গেছে, লোকাল বাসের ভাড়া ১.৬০ ডলার থেকে বেড়ে হবে ১.৮০ ডলার। জার্সি সিটি থেকে পোর্ট অথোরিটি বাস টার্মিনাল পর্যন্ত আন্তঃরাজ্য বাস ভাড়া ৩.৫০ ডলার থেকে বেড়ে হবে ৪ ডলার। আর প্রিন্সটন জংশন থেকে নিউইয়র্ক পেন পর্যন্ত ওয়ান-ওয়ে ট্রেনের টিকিট ১৬ ডলার থেকে বেড়ে হবে ১৮.৪০ ডলার।

শেয়ার করুন: