শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিদ্যুৎ গ্রিডের জন্য  ৪০৫ মিলিয়ন  ডলার বরাদ্দ

হেলিম আহমেদ

প্রকাশিত: ১৮:৪৫, ১১ আগস্ট ২০২৪

বিদ্যুৎ গ্রিডের জন্য  ৪০৫ মিলিয়ন  ডলার বরাদ্দ

ছবি: সংগৃহীত

লং আইল্যান্ড এবং রকওয়েজে বৈদ্যুতিক ট্রান্সমিশন এবং বিতরণ বাড়ানোর লক্ষ্যে ৪০৫ মিলিয়ন ডলারের মঞ্জুরির কথা ঘোষণা করেছেন গভর্নর হোকুল এবং সিনেটর গিলিব্র্যান্ড। ভবিষ্যতের চরম বৈরী আবহাওয়ার প্রভাব কমানোর লক্ষ্যে লং আইল্যান্ড পাওয়ার অথোরিটির বৈদ্যুতিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ উন্নয়ন এবং প্রতিস্থাপনে এই অর্থ ব্যয় হবে। ইউএস হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সি হ্যাজার্ড মিটিগেশন গ্র্যান্ড প্রগ্রাম এটি পরিচালনা করবে।

গভর্নর হোকুল বলেন, আমরা একটি বিশ্বাসযোগ্য, স্থিতিস্থাপক বিশুদ্ধ জ্বালানি গ্রিডে বিনিয়োগ করছি। এই প্রকল্প চরম বৈরী আবহাওয়ার প্রভাব প্রতিরোধ করতে পারবে।
সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ড বলেন, ‘চরম বৈরী আবহাওয়া নিউইয়র্ক এবং দেশে অনেক বেশি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। ফলে খারাপ অবস্থায় আমাদের বিদ্যুৎ অবকাঠামোকে নির্ভরযোগ্য করা নিশ্চিত করতে হবে। ৪০৫ মিলিয়ন ডলারের তহবিল গুরুত্বপূর্ণ কাজ সামাল দিতে পারবে।’
নতুন এই প্রকল্পের মাধ্যমে এলআইপিএ তার পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ১,৩৭৬ মাইল অংশে ১৬৬টি ওভারহেড সার্কিট শক্তিশালী করতে পারবে। মওসুমি ঝড় আসাইয়াসের কারণে এসব সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে ২০২০ সালের আগস্টে সাড়ে ছয় লাখ কাস্টমার বিদ্যুৎহীন অবস্থায় ছিল।
এই প্রকল্পের আওতায় এছাড়াও ১৬৬টি অতিরিক্ত তিন-ধাপের প্রাইমারি সার্কিট ঝড়-প্রতিরোধী করা হবে।
তাছাড়া ১১ হাজার ইউটিলিটি পোল প্রতিস্থাপন করা হবে। প্রচ- শক্তিশালী ঝড়েও যাতে এসব পোলের কোনো ক্ষতি না হয়, সেদিকে নজর রাখা হবে।
 

শেয়ার করুন: